ক্লাব ইনসাইড

ইবির আবাসিক হলের খাবারের দাম বাড়লো


প্রকাশ: 21/12/2022


Thumbnail

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক হলগুলোতে খাবারের দাম বাড়ানো হয়েছে। প্রভোস্ট কাউন্সিলের ১১১তম সভায় সর্বসম্মতিক্রমে খাবার তালিকা ও মূল্য পূনঃনির্ধারণ করেছে কর্তৃপক্ষ। বুধবার (২১ ডিসেম্বর) প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শার্মা বিষয়টি নিশ্চিত করেন।

প্রভোস্ট কাউন্সিল সূত্রে, হলগুলোতে সকালে খাবারের মূল্য ১০ টাকার পরিবর্তে ১২ টাকা, দুপুর ও রাতে ২২ এর পরিবর্তে ২৫, ২৫ এর পরিবর্তে ২৮, ৩৫ এর পরিবর্তে ৩৮ টাকা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শার্মা বলেন, বিষয়টি নিয়ে এর আগে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে হল কর্তৃপক্ষ। পরে ১১১তম সভার সিদ্ধান্ত মোতাবেক আমরা খাবারের মূল্য বৃদ্ধি করেছি। হলগুলোতে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

ভর্তুকি বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট প্রস্তাবনা দিয়েছি। তারা এখনো কোন সিদ্ধান্ত জানাননি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭