ইনসাইড বাংলাদেশ

‘লজ্জা থাকলে আর দুর্নীতি করবেন না বেগম জিয়া’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/02/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানুষ পুড়িয়ে মারলে বিচার এভাবেই হয়, লজ্জা থাকলে আর দুর্নীতি করবেন বেগম জিয়া।’

বৃহস্পতিবার বিকেলে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়েজিত জনসভায় খালেদা জিয়ার কারাদণ্ড প্রসঙ্গে শেখ হাসিনা এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বর্তমানে বাংলাদেশের ৯০ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। `২০২১ সালের মধ্যে দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ পাবে।`

বরিশালে গ্যাস আসার প্রসঙ্গে তিনি বলেন, `ভোলায় গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে। সেখান থেকে বরিশালে দ্রুতই গ্যাস লাইন দেওয়া হবে।`

শেখ হাসিনা বলেন উদ্দেশ্য বলেন, `জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের হাত থেকে সন্তানদের রক্ষা করুন।`

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ২০১৮ সালের ডিসেম্বরে নির্বাচন হবে। সেই নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করার আহ্বান করেন তিনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আপনাদের কাছে আমি ওয়াদা চাই, আগামীতে আওয়ামী লীগকে ভোট দিবেন।`

জনগণের কাছে ওয়াদা নিয়ে এবং দোয়া চেয়ে আওয়ামী লীগ সভানেত্রী জনসভার ভাষণ শেষ করেন।

এর আগে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে পটুয়াখালীর লেবুখালীতে পৌঁছেন। সফরের শুরুতে প্রধানমন্ত্রী পটুয়াখালীর লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাস উদ্বোধন করেন।

একই স্থান থেকে প্রধানমন্ত্রী ১৪টি উন্নয়ন কাজের উদ্বোধন ও একটি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭