ইনসাইড বাংলাদেশ

কুড়িগ্রামে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে


প্রকাশ: 22/12/2022


Thumbnail

কুড়িগ্রামে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) থেকে ৩দিন ব্যাপী ইজতেমার ও মাহফিল শুরু। প্রতি বছরের ন্যায় এবারও ধরলা ব্রিজ পূর্বপাড়ের ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণের এ ইজতেমা শুরু হবে।

জানা গেছে, ২২ থেকে ২৪ ডিসেম্বর ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শেষ হবে।

ইজতেমাকে ঘিরে জেলার ৯টি উপজেলার শতাধিক মুজাহিদ কমিটি সদস্যগণ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। এই ইজতেমাকে ঘিরে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন জেলার বিভিন্ন প্রান্তর থেকে ইজতেমা মাঠে আসা শুরু করেছেন। এছাড়া ইজতেমাকে ঘিরে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে রকমারি ব্যবসায়ীগণ অস্থায়ী দোকান পাট খোলার জন্য ব্যস্ত সময় পার করছেন। 

কুড়িগ্রাম জেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক ও ইজতেমা এন্তেজামিয়া কমিটির সদস্য সচিব মহিউদ্দিন খান আলমগীর জানান, ৩ দিনব্যাপী মিনি ইজতেমায় মুজাহিদ কমিটির আমীর ও চরমোনাইর পীর মুফতী সৈয়দ রেজাউল করীম উপস্থিত থেকে বয়ান পেশ করবেন। 

এছাড়াও দেশ বরেণ্য আলেম-ওলামারা ইজতেমায় নছিয়ত পেশ করবেন। ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পেন্ডেল তৈরিসহ যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার বলেন, ৩ দিনব্যাপী ইজতেমা মাহফিলে সামাজিক ও ধর্মীয় কটূক্তি ছাড়া ওয়াজ মাহফিল যেন শেষ হয়। কেননা, আমরা ধর্মীয় ওয়াজ মাহফিল করতে বাধা বা নিষেধ করতে পারি না। যাতে সুষ্ঠুভাবে ইজতেমা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭