কালার ইনসাইড

দেশে হল না পেলেও কলকাতায় সেরা ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’


প্রকাশ: 23/12/2022


Thumbnail

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরার পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমার ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। ‘ইন্টারন্যাশনাল কম্পিটিশন: ইনোভেশন ইন মুভিং ইমেজ’ বিভাগে যৌথভাবে সেরা সিনেমার পুরস্কার পায় এটি। পুরস্কার হিসেবে ‘গোল্ডেন রয়েল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড’ পেয়েছে মুহাম্মদ কাইউম নির্মিত সিনেমাটি। 

এই অসামান্য অর্জনের পর সোশ্যাল মিডিয়ায় নির্মাতা মুহাম্মদ কাইউম বলেন, যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র! এই পুরস্কার প্রিয় বন্ধু, প্রয়াত গাজী মাহতাব হাসান এবং সকল কলাকুশলী ও অভিনয়শিল্পীদের প্রতি উৎসর্গ করছি।

গত ১৫ ডিসেম্বর শুরু হয়ে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে পর্দা নেমেছে উৎসবটির ২৮তম আসরের। বিজয়ী মুহাম্মদ কাইউমের হাতে পুরস্কার ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অরূপ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির হিমু, সুমি ইসলাম, সামিয়া আকতার বৃষ্টি, বাদল শহীদ, মাহমুদ আলম ও আবুল কালাম আজাদ। পরিচালক মুহাম্মদ কাইউম নিজেই এটি প্রযোজনা করেছেন।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। সে আয়োজনে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, শত্রুঘ্ন সিনহা, সৌরভ গাঙ্গুলি, রানি মুখার্জিসহ ভারতের অনেক তারকা। বাংলাদেশের চঞ্চল চৌধুরীও ছিলেন তাদের পাশে আমন্ত্রিত অতিথি হয়ে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭