ইনসাইড গ্রাউন্ড

পুনরায় বিশ্বকাপ ফাইনালের দাবি ফরাসিদের!


প্রকাশ: 24/12/2022


Thumbnail

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের ক্ষত এখনো দগদগে ফরাসিদের। লুসাইল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী লড়াইয়ে রেফারি বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে আপত্তি তুলেছেন ফরাসিরা সমর্থকরা। সে সব কারণে পুনরায় ফাইনাল খেলার দাবিতে অনলাইনে একটি পিটিশন করেছেন ফরাসিরা। আর সে পিটিশনে স্বাক্ষর করেছেন দুই লাখেরও বেশি মানুষ।

ফাইনালে পোলিশ রেফারি সিমন মার্চিনিয়াকের পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানিয়েছেন দলটির সমর্থকরা। তাদের দাবি- দি মারিয়াকে ফাউল করেননি উসমান দেম্বেলে। সেই সাথে আর্জেন্টিনার দ্বিতীয় গোলের ফাউল করা হয়েছিলো কিলিয়ান এমবাপ্পেকে, যা এড়িয়ে যান রেফারি।

এরকম বেশ কয়েকটি অভিযোগে ‘ম্যাসওপিনিয়নস’ নামের অনলাইনে পিটিশন প্ল্যাটফর্মে এ দাবি তোলা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, এরই মধ্যে সে পিটিশনে সইয়ের সংখ্যা ২ লাখ পেরিয়েছে। এ যাবৎকাল পর্যন্ত সর্বোচ্চ স্বাক্ষরিত পিটিশনের তালিকায় শীর্ষ বিশের মধ্যে রয়েছে এটি।

তবে ফরাসিদের এমন কর্মকান্ড নতুন নয়। সবশেষ ইউরো চ্যাম্পিয়নশিপে শেষ ষোল'র ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল ফ্রান্স। সেই হার মেনে নিতে পারেনি ফরাসি সমর্থকরা। সে সময় তারা কিলিয়ান এমবাপ্পে স্পটকিক নেওয়ার সময় সুইস গোলরক্ষকের বিরুদ্ধে গোললাইন ছেড়ে বের হয়ে আসার অভিযোগ এনে পিটিশন করেছিলেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭