কালার ইনসাইড

‘মনে হচ্ছিল কী যেন হারিয়ে যাচ্ছে’


প্রকাশ: 24/12/2022


Thumbnail

বর্তমান সময়ের অন্যতম আলোচিত ধারাবাহিক নাটক নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’। গ্রাম থেকে শহর সব জায়গাতেই এর জনপ্রিয়তা শীর্ষে। নাটকটির জনপ্রিয়তা এতটাই ছাড়িয়ে যায় যে দর্শকের আগ্রহের কারণে বর্তমানে এর চতুর্থ সিজন চলছে। এই সিজনেও ইউটিউবে নাটকের পর্বগুলো পাচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ। পাশাপাশি নির্মাতা থেকে শুরু করে নাটকের প্রতিটি চরিত্র এখন কোটি মানুষের ভালোবাসায় সিক্ত। তবে সম্প্রতি নাটকটির নির্মাতা অমি জানিয়েছেন শেষ হতে যাচ্ছে নাটকটি।  শনিবার (২৪ ডিসেম্বর) রাতেই ১১৬ তম পর্বের মাধ্যমে শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন-৪! 



গত মাসেই ‘সিজন ৪’ এর শুটিং শেষ করেছেন নির্মাতা। এরপর থেকেই নাটকটি ঘিরে নানা স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন তিনি। দর্শকপ্রিয় এই নাটকটি শেষ হওয়া প্রসঙ্গে নির্মাতা কাজল আরেফিন অমি অনেকেটাই আবেগতারিত হয়ে বাংলা ইনসাইডারকে বলেন, এক বছরের জার্নি। প্রত্যেক মাসেই আমরা ব্যাচেলর পয়েন্টের শুট করতাম। দর্শকেরা যেমন দেখতে অভ্যাসে পরিণত হয়েছিল, আমারও তেমন কাজ করতে করতে এটা অভ্যাসে পরিণত হয়েছিল। আমরা লাস্ট লট যখন শুট করি তখন সবারই খারাপ লাগছিল, গত মাসে শুটিং শেষ হয়। শেষ দিনের শুটিং-এর সময় আমার সত্যি খুব খারাপ লেগেছিল, মনে হচ্ছিল কী যেন হারিয়ে যাচ্ছে। 

বেশ আবেগতারিত কণ্ঠে এই নির্মাতা আরও বলেন,দিনশেষে একটাই কথা বলবো। কিছু কাজ খুব আপন হয়ে ওঠে, কিছু কাজ খুব কাছের হয়ে থাকে। যখন আমার বয়স হয়ে যাবে, শারীরিক মানসিক শক্তি থাকবে না, ডিরেকশন দেওয়ার ক্ষমতা থাকবে না, তখন আমি বলতে পারবো, যখন আমি ইয়াং ছিলাম ‘ব্যাচেলর পয়েন্ট’ নামের একটি নাটক বানাতে পেরেছিলাম।



‘ব্যাচেলর পয়েন্ট’ এর সিজন-৪ এর জন্য সবচেয়ে বেশি রেসপন্স পেয়েছেন জানিয়ে এই নির্মাতা বলেন,সিজন ৪- এ অস্বাভাবিক ভালোবাসা পেয়েছি, রেসপন্স পেয়েছি। এখন পর্যন্ত সিজন-৪- এ সবচেয়ে বেশি সাড়া পেয়েছি। সবচেয়ে বেশি দর্শক জনপ্রিয়তা এবং সবচেয়ে বেশি দর্শকদের মতামত এবং ভিউ আমরা সিজন ৪ এ পেয়েছি। বিভিন্ন রেকর্ড এর অংশিদার হয়েছি। ব্যাচেলর পয়েন্টের প্রতি এপিসোড মানুষ আপন করে দেখে। এটা আমাদের জন্য অন্য রকম একটা ভালোলাগা, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা খুবই কৃতজ্ঞ। এটা আমাদের জন্য আনন্দের।

ব্যাচেলর পয়েন্ট এর ‘সিজন ৫’ নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা, জানতে চাইলে অমি বলেন, না, এটা নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই। আর একটা সিজন নিয়ে পরিকল্পনা করতে গেলে তো লম্বা সময়ের প্রয়োজন। ততদিন বেঁচে নাও থাকতে পারি, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই চরিত্রগুলো একসঙ্গে নাও থাকতে পারে। ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ আবার হবে? সবাই কি আমরা বেঁচে থাকবো? ‘সিজন-৪’ এর শেষ লগ্নে এরকম নানা প্রশ্ন ঘুরছিল।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফোরে বিভিন্ন চরিত্রে দেখা গেছে মিশু সাব্বির, পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, সাবিলা নূর, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শিমুল শর্মা, পারসা ইভানা, পাভেল, আশুতোষ সুজন সহ বহু অভিনেতাকে।

উল্লেখ্য, ২০১৮ সালে চ্যানেল নাইনে প্রচারিত হয় ধারবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। ধারাবাহিকটি দর্শকের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠে। কিন্তু হঠাৎই প্রায় চার মাস ধরে নাটকটির নতুন কোনো পর্ব প্রচারিত না হওয়ায় দর্শকরা এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে নাটকটি পুনরায় প্রচারের দাবিতে চ্যানেল নাইনের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। পরবর্তীতে ফের নাটকটি চালু হয়। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭