ইনসাইড গ্রাউন্ড

শুরুতেই আঘাত হানলেন সাকিব-মিরাজ


প্রকাশ: 25/12/2022


Thumbnail

৬ উইকেট হাতে নিয়ে ১০০ রানের লক্ষ্যে রোববার চতুর্থ দিনের ব্যাটিংয়ে নেমেছে ভারত। মিরপুরের পিচে টিকে থাকা কতটা কঠিন তা কারো অজানা নয়। তাই শুরুতে মারমুখী দেখা যায় ভারতীয় ব্যাটসম্যানদের। সেশনের প্রথম ওভারে মিরাজ দেন ৯ রান।

কিন্তু দ্বিতীয় ওভারেই আঘাত হানে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। জয়দেব উনাদকাটকে (১৩) এলবিডব্লিউ করে সাজঘরে ফিরিয়ে দিয়ে দিনের দারুণ শুরু করে বাংলাদেশ। ৫৬ রানে ভারত হারায় ৫ উইকেট।

এরপর সাকিবের সাথে যোগ দেয় মিরাজ হাসান মিরাজ। উনাদকাটের পর ব্যাক্তিগত ৯ রান করে আউট হয়েছেন ভয়ংকর রিশাভ পান্ত। মেহেদি হাসান মিরাজের বলে এলবিডব্লিউ এর শিকার হন মারকুটে এই ব্যাটার। পরের ওভারে তিনি বোল্ড করেছেন অক্ষর প্যাটেলকেও (৩৪)।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৭ উইকেটে ৭৪ রান। জিততে হলে ভারতের লাগবে আরও ৭১ রান। উইকেটে আছেন রবিচন্দ্রন অশ্বিন আর শ্রেয়াস আইয়ার।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭