ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার আর্জেন্টাইনদের পিটিশন


প্রকাশ: 25/12/2022


Thumbnail

২২তম বিশ্বকাপ ফুটবলের পর্দা নেমেছে গত ১৮ ডিসেম্বর। এক সপ্তাহ পার হয়ে গেলেও বিশ্বকাপের ফাইনাল নিয়ে আলোচনা বন্ধ হয়নি। সেসব আলোচনার একটি বড় অংশ জুড়ে রয়েছেন ফরাসি সমর্থকরা। ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের ক্ষত এখনো দগদগে ফরাসিদের। লুসাইল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী লড়াইয়ে রেফারি বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে আপত্তি তুলেছেন ফরাসিরা সমর্থকরা। সে সব কারণে পুনরায় ফাইনাল খেলার দাবিতে অনলাইনে একটি পিটিশন করেছেন ফরাসিরা।

ফরাসি সমর্থকদের এমন কর্মকান্ডের প্রতিক্রিয়ায় পাল্টা পিটিশন দায়ের করেছে আর্জেন্টাইন সমর্থকরা। ‘ফ্রান্স স্টপ ক্রায়িং’ শিরোনামে অনলাইন প্ল্যাটটফর্ম চেঞ্জ ডট অর্গে স্বাক্ষর সংগ্রহ করছেন আর্জেন্টাইন সমর্থকরা। সেখানে এরই মধ্যে স্বাক্ষর করেছেন প্রায় ৬ লাখ মানুষ।

পিটিশনটিতে বলা হয়, ফাইনাল হারের পর থেকে ফ্রান্সের কান্না থামছে না। তারা আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে মেনে নিতে পারছে না। কিন্তু তাদের বুঝতে হবে আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন এবং লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার। আমরা ফরাসিদের ‘কান্না’ দেখতে চাই না।

এর আগে, ‘ম্যাসওপিনিয়নস’ নামের অনলাইনে পিটিশন প্ল্যাটফর্মে পুনরায় বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠানের দাবিতে পিটিশন করেন ফরাসিরা। ফাইনালে পোলিশ রেফারি সিমন মার্চিনিয়াকের পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানিয়েছেন দলটির সমর্থকরা। তাদের দাবি- দি মারিয়াকে ফাউল করেননি উসমান দেম্বেলে। সেই সাথে আর্জেন্টিনার দ্বিতীয় গোলের ফাউল করা হয়েছিলো কিলিয়ান এমবাপ্পেকে, যা এড়িয়ে যান রেফারি। সেখানে দুই লাখেরও বেশি স্বাক্ষর জমা পড়ে। 

তবে ফরাসিদের এমন কর্মকান্ড নতুন নয়। সবশেষ ইউরো চ্যাম্পিয়নশিপে শেষ ষোল'র ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হেরেও  পিটিশন করেছিলেন তারা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭