ইনসাইড গ্রাউন্ড

টেস্ট দলে তিন ক্রিকেটারকে যুক্ত করে দায়িত্ব শুরু আফ্রিদির


প্রকাশ: 25/12/2022


Thumbnail

ইমরান খান থাকা কালীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নিয়োগকৃত সবাইকে এক এক করে ছাঁটাই করছেন শাহবাজ সরকার। রমিজ রাজাকে সরিয়ে পিসিবির সভাপতি বানিয়েছেন নজম শেঠিকে। নজিম শেঠি দায়িত্ব নেওয়ার পর পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক বানিয়েছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদিকে।

তবে শহীদ আফ্রিদিকে দেওয়া হয়েছে অন্তবর্তীকালীন নির্বাচকের দায়িত্ব মূলত চলতি সপ্তাহে শুরু হওয়া নিউজল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সামনে রেখে দায়িত্ব দেওয়া হয় বুম বুম খ্যাত এ ক্রিকেটারকে

সাবেক পাকিস্তানি ক্রিকেটার প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার পরেই নিউজল্যান্ডের বিপক্ষে ঘোষিত আগের ১৬ জন স্কোয়াডের সঙ্গে যুক্ত করেছেন আরও তিনজন ক্রিকেটারকে। তিনজনেই আবার বোলার। আফ্রিদির মনোনিত তিন খেলোয়াড় হলেন ফাস্ট বোলার সাজিদ খান, শাহনওয়াজ দাহানি ডানহাতি অপস্পিনার মির হামজা।

নিউজল্যান্ডের বিপক্ষে নতুন যুক্ত হওয়া তিন বোলারের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ সাজিদ। এর আগেও পাকিস্তানের হয়ে খেলেছেন টেস্ট ম্যাচ নিয়েছেন ২২ উইকেট। আরেক ক্রিকেটার হামজা সুযোগ পাচ্ছেন দ্বিতীয় টেস্ট খেলার। পাকিস্তানের হয়ে মাত্র একটি টেস্ট খেলা সাজিদ শেষবার খেলেছেন প্রায় বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অন্যদিকে সাদা বলে খেললেও লাল বলে এখনো অভিষেক ঘটেনি দাহানির।

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭