ইনসাইড বাংলাদেশ

সাতক্ষীরায় সাড়ে ৪শ’হারানো মোবাইল মালিককে ফিরিয়ে দিল পুলিশ


প্রকাশ: 26/12/2022


Thumbnail

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের মাধ্যমে সাতক্ষীরায় হারানো মোবাইল খুঁজে মালিককে ফিরিয়ে দিয়েছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা পুলিশের কনফারেন্স সেন্টারে ১০০টি হারানো মোবাইল ফিরিয়ে দেওয়া হয়। এ পর্যন্ত সাড়ে ৪শ মোবাইল ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইল মালিকরা। তারা বলেন, হারানো মোবাইল ফিরে পাব এমন প্রত্যাশা ছিল না। তবে থানা থেকে কল করে ডেকে এনে হারানো সেই মোবাইল ফিরিয়ে দেওয়া হচ্ছে দেখে পুলিশের প্রতি আমাদের শ্রদ্ধা ও আস্থা বেড়ে গেছে।

সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, এ পর্যন্ত ৪৫০টি হারানো মোবাইল খুঁজে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হয়েছে। এখনো যেসব মোবাইল হারানোর সাধারণ ডায়েরি রয়েছে সেগুলো উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে। এতে মোবাইল মালিকরা খুশি। জনগণের পুলিশের প্রতি আস্থা বেড়েছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সজিব খানসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭