ইনসাইড বাংলাদেশ

চীন থেকে আসা চার নাগরিক করোনা পজিটিভ, রয়েছেন আইসোলেশনে


প্রকাশ: 26/12/2022


Thumbnail

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ চীনা নাগরিকের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট পজিটিভ হওয়ায় তাদের ডিএনসিসি কোভিড হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে। তাদের নমুনা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বাংলা ইনসাইডারকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে সোমবার সন্ধ্যায় আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন বিষয়টি নিশ্চিত বলেছেন,  ‘আজ বিকেলের ঘটনা। শাহজালাল বিমানবন্দরে তাদের করোনা শনাক্ত হলে নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে, তবে এখনও আমরা  রিপোর্ট হাতে পাইনি।’

নমুনা পরীক্ষা করতে সময় লাগবে প্রশ্ন করা হলে তিনি, ‘নমুনা পরীক্ষার ফলাফল স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়ে দেওয়া হবে।’

অন্যদিকে বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শাহরিয়ার সাজ্জাদ বলেন, ‘বিকেলেই তারা চায়না ইস্টার্ন এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। ওই ফ্লাইটে আসা ২০ জন চীনা নাগরিকের মধ্যে প্রথমে কয়েকজনের কান অতিরিক্ত লালচে দেখে সন্দেহ হয় স্বাস্থ্য কর্মকর্তাদের। পরে র‌্যাপিড অ্যান্টিজেন কিটে তাদের নমুনা পরীক্ষা করা হলে ৪ জনের টেস্ট পজিটিভ আসে।’

তিনি বলেন, ‘এখনও আমরা নিশ্চিত নই করোনা আছে কি না তাদের। চীন থেকে আসার সময় তারা করোনা পরীক্ষা করেই এসেছেন। সেজন্য এই মুহূর্তে তাদের রাজধানীর ডিএনসিসি করোনা হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে তাদের করোনা হয়েছে কি না বা কোন ধরন শনাক্ত।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭