কালার ইনসাইড

বিতর্ক থামাতে শাহরুখ-দীপিকার ‘পাঠান’ বাদ পড়ছে সেই দৃশ্য


প্রকাশ: 29/12/2022


Thumbnail

শাহরুখ-দীপিকার পরবর্তী সিনেমা ‘পাঠান’। সিনেমাটির ‘বেশরম রং’ গানটি মুক্তির পর তৈরি হয়েছে বিতর্ক। এ গানের দৃশ্যে গেরুয়া বা কমলা রঙের মনোকিনিতে দেখা যায় দীপিকাকে। গেরুয়া ও সবুজ রঙের পোশাক পরায় আপত্তি জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। এ রাজ্যের বিধানসভার স্পিকারও শাহরুখকে চ্যালেঞ্জ ছুড়েছেন।

শাহরুখ খানের কুশপুত্তলিকা পোড়ানো, দীপিকাকে নিয়ে কটূক্তি  এমন অনেক ঘটনাই ঘটিয়েছেন ‘পাঠান’ সিনেমা বয়কটকারীরা। বর্তমানে ভারতের টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এই বিতর্ক। কয়েক দিন আগে শাহরুখ খানকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দেন অযোধ্যার সাধু পরমহংস আচার্য। এ পরিস্থিতিতে সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয় সিনেমাটি। কিন্তু ছাড়পত্র মেলেনি। বরং গানসহ বেশ কিছু দৃশ্য সংশোধনের নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভারতীয় সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন জোশি বলেন, সম্প্রতি ‘পাঠান’ সিনেমা সেন্সর বোর্ডে জমা পড়ে। নিয়ম অনুযায়ী, সেন্সর কমিটি সিনেমাটি দেখে কিছু সংশোধনের পরামর্শ দিয়েছে। সিনেমার দৃশ্য ও এর গান সংশোধনের পরামর্শ দিয়েছে। সংশোধনের পর ফের সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নির্মাতারাদের।

‘সৃজনশীল অভিব্যক্তি ও দর্শকদের সংবেদনশীলতার মধ্যে ভারসাম্য রক্ষায় সেন্সর বোর্ড প্রতিশ্রুতিবদ্ধ। পরস্পরের মাঝে আলোচনার মাধ্যমে একটি সঠিক সমাধান খুঁজে বের করাতে আমরা বিশ্বাসী। নির্মাতা ও দর্শকদের পরস্পরের প্রতি বিশ্বাস রক্ষা করা গুরুত্বপূর্ণ। এজন্য নির্মাতাদের কাজ করা উচিত।’ বলেন প্রসূন জোশি।

‘বেশরম রং’ গান নিয়ে প্রথমে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানান মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। এ গানের শিরোনাম, কথা, পোশাকের সবুজ ও গেরুয়া রং নিয়ে ঘোর আপত্তি জানিয়ে তিনি বলেন,  যদি এই গানের এসব বিষয় সংশোধন না করা হয়, তবে মধ্যপ্রদেশে সিনেমাটি মুক্তি পাবে কিনা তা বিবেচনা করবে সরকার।

‘এ গানের কস্টিউম আপত্তিকর। এটি পরিষ্কার বোঝা যাচ্ছে, পাঠান সিনেমার এই গান নোংরা মানসিকতা নিয়ে বানানো হয়েছে।’ বলেন মন্ত্রী।

‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে— দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে। আগামী ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭