ইনসাইড গ্রাউন্ড

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিবে দিশা বিশ্বাস


প্রকাশ: 29/12/2022


Thumbnail

বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে। অনূর্ধ্ব-১৯ দলের এ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিবেন দিশা বিশ্বাস। দিশা বিশ্বাস ছাড়াও জাতীয় দলে অভিষেক হয়েছে এমন তিন ক্রিকেটারকে বিশ্বাকাপ রাখা হয়েছে বিশ্বকাপ স্কোয়াডে।

আগামী বছরের ১৩ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বকাপ আয়োজনে প্রস্তুত দক্ষিণ আফ্রিকার চারটি ক্রিকেট গ্রাউন্ড। বিশ্বকাপকে সামনে রেখে ঘোষণা করা ১৫ সদস্যের দলে রয়েছেন লেগ স্পিনার রাবেয়া খান, উইকেট কিপার ব্যাটার দিলারা আক্তার ও অলরাউন্ডার মারুফা আক্তার। এদের সবারই অভিষেক হয়েছে জাতীয় দলে। অধিনায়ক দিশা জাতীয় দলে ডাক পেলেও মাঠে নামা হয়নি।  

 অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচক মনজুরুল ইসলাম বলেন, ‘এই দল দুই বছর ধরেই একসঙ্গে আছে, এমন একটি দলকেই নির্বাচন করেছি আমরা। ফলে দলীয় সমঝোতা সংহতি দারুণ।

বিশ্বকাপে দলকে নেতৃত্বের ভার দেওয়া দিশা বিশ্বাস বলেন, রাবেয়া, মারুফা আক্তার দিলারা আক্তার নিউজিল্যান্ডে সিনিয়র দলের হয়ে সফর করেছে, তিনজন তো আন্তর্জাতিক ম্যাচও খেলে ফেলেছে। মালয়েশিয়া জাতীয় দলের সঙ্গে আমাদের অনূর্ধ্ব-১৯ দল পাঁচটি ম্যাচ খেলে সব কটিতেই জিতেছে। প্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দল অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আত্মবিশ্বাসী আমি।

নতুন বছরের প্রথম দিনেই বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়বে অনূর্ধ্ব-১৯ মহিলা দল। বিশ্বকাপে গ্রুপ -তে  রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা যুক্তরাষ্ট্র। ১৪ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

দেখে নেওয়া যাক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলঃ দিশা বিশ্বাস (অধিনায়ক), স্বর্ণা আক্তার (সহ-অধিনায়ক), রাবেয়া খান, মারুফা আক্তার, দিলারা আক্তার, মিষ্টি রানী, রিয়া আক্তার, সুমাইয়া আক্তার, আফিয়া হুমাইরা, উন্নতি আক্তার, দীপা খাতুন, লেকি চাকমা, আশরাফি ইয়াসমিন, জান্নাতুল মাওয়া, মোছাম্মৎ ইভা।

স্ট্যান্ডবাই: সুবর্ণা কর্মকার, নিশিতা আক্তার, রাবেয়া খাতুন, জুয়াইরিয়া ফেরদৌসেমে প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অধিনায়ক দিশা।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭