ইনসাইড গ্রাউন্ড

বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারদের মনোনয়নের তালিকা প্রকাশ


প্রকাশ: 29/12/2022


Thumbnail

বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট বলা হয় টি-টোয়েন্টিকে। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ অনুষ্ঠিত হয়েছিলো এশিয়া কাপ। দুইটি টুর্নামেন্ট সহ সারা বছর প্রায় টি-টোয়েন্টি নিয়ে ব্যস্ত ছিলো দলগুলো। ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে ঝড় তোলা ক্রিকেটার থেকে সেরা ক্রিকেটার বাঁচায়ের প্রক্রিয়া শুরু করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আইসিসির সর্বশেষ প্রকাশিত বর্ষসেরা চারজন টি-টোয়েন্টি ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হওয়া স্যাম কারেন,আছেন ভারতীয় দলের হার্ডহিটার মিডল অর্ডার ব্যাটসমান সূর্যকুমার যাদব,পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান, এবং জিম্বাবুয়ের ব্যাটিং অলরাউন্ডার সিকান্দার রাজা।

দেখা নেওয়া যাক চার খেলোয়াড়ের ২০২২ এর পারফরম্যান্সঃ  

সূর্যকুমার যাদবঃ আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা খুব বেশি নয় সূর্যকুমারের। তবে ইতিমধ্যে ঝড় ব্যাটিং করে মুগ্ধ করেছেন গোটা বিশ্বকে। ভারতের জার্সি গায়ে এই পর্যন্ত টি-টোয়েন্টি খেলেছেন ৩১ ম্যাচ। ১৮৭ স্ট্রাইকরেটে করেছেন ১১৬৪ রান। যেটি ২০২২ সালে ব্যাক্তিগত সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোর। সারা বছর ধরে খেলা হার্ডহিটার ৩১ ম্যাচে ছক্কা মেরেছেন ৬৮টি। সর্বশেষ অস্ট্রেলিয়া বিশ্বকাপে ইনিংসে ফিফটি করেন তিনটিতে। বর্তমানে টি-টোয়েন্টি ্যাঙ্কিংয়ে সবার উপরে রয়েছেন যাদব। উইকেটের চারপাশে খেলার কারণে সূর্যকুমারকেনতুন ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যানবলেও অভিহিত করেছেন অনেকে।

সিকান্দার রাজাঃ ৩৬ বছর বয়সী জিম্বাবুয়ে অলরাউন্ডার বছর খেলেছেন ২৪ ম্যাচ। ব্যাট হাতে তুলেছেন ৭৩৫ রান, উইকেট নিয়েছেন ২৫টি। তাঁর অলরাউন্ড নৈপুণ্যে ভর করে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্ব পেরিয়ে প্রথমবারের মতো সুপার টুয়েলভে জায়গা করে নেয় জিম্বাবুয়ে।

স্যাম কারেনঃ বাঁহাতি অলরাউন্ডার চমক দেখিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। নিজ দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতানোর পাশাপাশি নিজেও জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। চলতি বছরে মোট ১৯টি ম্যাচ খেলেছেন সদ্য আইপিএলে সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া এই ক্রিকেটার।  

মোহাম্মদ রিজওয়ানঃ ২০২২ সালে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ানের। পুরো বছরে মোট ২৫ ম্যাচ খেলে রান করেছেন ৯৯৬, যার মধ্যে ফিফটিই ছিল ১০টি। বছর টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের ্যাঙ্কিংয়ে নম্বরেও উঠেছিলেন এই ব্যাটার।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭