ইনসাইড বাংলাদেশ

জামায়াত মিছিল করলে আইনগত ব্যবস্থা: ডিএমপি


প্রকাশ: 30/12/2022


Thumbnail

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেছেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ঢাকায় মিছিল বের করলে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) পল্টন মোড় পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান।

একেএম হাফিজ আক্তার বলেন, জামায়াতে ইসলামকে গণমিছিলের অনুমতি দেয়া হয়নি। তারা মিছিল নিয়ে বের হতে পারবে না। মিছিল নিয়ে বের হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গণমিছিলের কারণে জনদুর্ভোগ যাতে না হয়, সে লক্ষ্যে ঢাকা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া থার্টি ফার্স্ট নাইট রয়েছে।

উল্লেখ্য, সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে রাজধানী ঢাকা এবং রংপুরে গণমিছিল করবে বিএনপি। ডিএমপি বিএনপিকে এ গণমিছিলের অনুমতি দিয়েছে। তবে জামায়াতে ইসলামীকে মিছিল করার অনুমতি দেওয়া হয়নি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭