ওয়ার্ল্ড ইনসাইড

মিয়ানমার জান্তার দমন–পীড়নে নিহত ১৬৫ শিশু


প্রকাশ: 30/12/2022


Thumbnail

মিয়ানমারে জান্তার দমন–পীড়নে এ বছর ১৬৫ শিশু হত্যার শিকার হয়েছে। দেশটির জান্তাবিরোধী জাতীয় ঐক্যের সরকার এক বিবৃতিতে এ অভিযোগ তুলেছে। তাদের বক্তব্য, এ সংখ্যা আগের বছরের তুলনায় ৭৮ শতাংশ বেশি।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এর কারণে দেশটিতে দেখা দেয় রাজনৈতিক সংকট ও জান্তাবিরোধী বিক্ষোভ। এর পর থেকে মিয়ানমারজুড়ে বিক্ষোভ দমনের নামে চলছে জান্তার দমন–পীড়ন।

জাতীয় ঐক্য সরকারের অভিযোগ, চলতি বছর মিয়ানমারে জান্তার বিমান হামলা ও গোলার আঘাতে বেশির ভাগ শিশুর মৃত্যু হয়েছে।

এ প্রসঙ্গে বেলজিয়ামভিত্তিক থিঙ্কট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) মিয়ানমারের জ্যেষ্ঠ পরামর্শক থমাস কিয়ান বলেন, শিশুহত্যা নিয়ে জাতীয় ঐক্যের সরকারের এ তথ্য বিশ্বাস না করার কারণ নেই। থমাস কিয়ান জাতীয় ঐক্যের সরকারের নারী, যুবক ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, জান্তা বাহিনী নিজ দেশের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক হামলা অব্যাহত রেখেছে। বাদ যাচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠানও। তাই জান্তার গোলা ও বিমান হামলায় শিশুমৃত্যুর সংখ্যা আগের চেয়ে বেড়েছে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭