ওয়ার্ল্ড ইনসাইড

ট্রাম্পের অভিযোগ নাকচ এফবিআই প্রধানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/03/2017


Thumbnail

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ প্রত্যাখ্যান করেছে এফবিআই প্রধান জেমস কমি। খবর বিবিসির।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ওবামার নির্দেশেই ট্রাম্পের ফোনে আড়িপাতা হয়েছিল এমন অভিযোগ প্রত্যাখ্যানের জন্য বিচার বিভাগকে আহ্বান জানিয়েছেন এফবিআই প্রধান। তবে জেমস কমির এমন আহ্বানের পর বিচার বিভাগের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

এ ধরনের অভিযোগ এফবিআই নিয়ম ভঙ্গ করাকে প্রমাণ করে বলে কমি মন্তব্য করেন। কিন্তু আদৌ এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি বলেই মনে করেন কমি।মার্কিন গণমাধ্যমে বিভিন্ন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে ট্রাম্পের এমন অভিযোগের কোনো প্রমাণ নেই বলেই বিশ্বাস করেন কমি। 

শনিবার এক টুইট বার্তায় ওবামার বিরুদ্ধে অভিযোগ এনে ট্রাম্প বলেছেন, নির্বাচনী প্রচারণার সময় তার ট্রাম্প টাওয়ারের ফোনে ওবামার নির্দেশেই আড়িপাতা হয়েছে।
বারাক ওবামার মুখপাত্র কেভিন লুইস জানিয়েছেন, এধরনের অভিযোগ পুরোপুরি মিথ্যা। বারাক ওবামা বা হোয়াইট হাউসের পক্ষ থেকে কখনই কোন নাগরিকের ফোনে আড়িপাতা হয়নি।
ওবামার সাবেক নিরাপত্তা উপদেষ্টা বেন রোডস বলেন, “কোন প্রেসিডেন্ট ফোনে আড়িপাতার নির্দেশ দিতে পারেন না।”
এদিকে রাশিয়ার সাথে ট্রাম্পের বিভিন্ন সম্পর্কের বিষয়ে যে স্বতন্ত্র তদন্তের দাবি উঠেছে সে দিক থেকে নজর সরানোর জন্যই ট্রাম্প এসব করছেন বলেন মনে করছেন ডেমোক্র্যাট নেতারা।


বাংলা ইনসাইডার/এসএফ/আইএস




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭