ওয়ার্ল্ড ইনসাইড

মদ্যপ চালকদের রুখতে দিল্লিতে ১৮০০০ পুলিশ মোতায়েন


প্রকাশ: 31/12/2022


Thumbnail

খ্রিস্টীয় নববর্ষে মদ্যপ চালকদের ঠেকাতে ভারতের রাজধানী দিল্লিতে অন্তত ১৮ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। সহিংসতা ঠেকাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

আর মদ্যপ অবস্থায় গাড়ি চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

মদ্যপ চালকদের চিহ্নিত করতে অ্যালকোমিটার ব্যবহার করা হবে বলেও জানিয়েছে পুলিশ। 

দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার দেপেন্দ্র পাঠক বলেছেন, সাড়ে ১৬ হাজারের বেশি পুলিশ দিল্লির বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে। এছাড়া বিভিন্ন জেলা শহরে থাকবে পুলিশের আরও ২০টি কোম্পানি।

পুরুষের পাশাপাশি ২৫০০ নারী পুলিশও মোতায়েন করা হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭