ইনসাইড বাংলাদেশ

জামায়াত-শিবির অপকর্মের বহিঃপ্রকাশ ঘটিয়েছে: ডিএমপি কমিশনার


প্রকাশ: 31/12/2022


Thumbnail

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘গতকাল জামায়াত-শিবির অবৈধভাবে মিছিল করেছে। তাদের মিছিল করতে নিষেধ করার কারণে পুলিশের ওপর আক্রমণ করেছে। লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করেছে, ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশকে আহত করেছে। আমরা তাদের কয়েকজনকে গ্রেপ্তার করেছি।’

ডিএমপি কমিশনার বলেন, ‘জামায়াত-শিবির অতীতে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল। তার ধারাবাহিকতায় গতকাল আবারও তারা তাদের কর্মকাণ্ড দিয়ে অপকর্মের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখার পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

‘জামায়াত-শিবিরের অতীত নৈরাজ্য আবার ফিরে আসুক, সেটা আমরা কোনোভাবেই মেনে নেব না’-মন্তব্য করে ডিএমপি কমিশনার বলেন, ‘গতকাল যেখান থেকে তারা মিছিল বের করেছিল, সেখানে আমাদের পুলিশ ছিল। পুলিশের বাধায় মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় আমরা মামলা করেছি। যাঁরা এ ঘটনায় জড়িত রয়েছেন, তাঁদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান থাকবে।’

রাজধানীর মৌচাক ও মালিবাগ মোড় এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ডিএমপি বলেছে, মিছিলের সময় জামায়াতের নেতা-কর্মীদের হামলায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭