ইনসাইড হেলথ

বছরের প্রথম দিনই করোনার নতুন উপধরন বিএফ-৭ শনাক্ত


প্রকাশ: 01/01/2023


Thumbnail

নতুন বছরের প্রথম দিনই দেশে করোনাভাইরাসের ওমিক্রনের নতুন উপধরন বিএফ ৭ শনাক্ত হয়েছে। চীন থেকে আসা কোয়ারেন্টিনে থাকা একজন চীনা নাগরিকের নমুনায় করোনার এই নতুন উপধরন বিএফ.৭ শনাক্ত হয়েছে।

রোববার (১ জানুয়ারি) রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে চীন থেকে আসা ৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। নমুনার জিনোম সিকোয়েন্স করে আইইডিসিআর। ৪ নমুনার একটি নমুনায় এই ধরন পাওয়া যায় বলে জানা যায়। তবে আক্রান্ত নাগরিকরা সুস্থ আছেন।

মহাখালীর ডিএনসিসি হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা চার চীনা নাগরিকের নমুনার জিনোম সিকোয়েন্স করে একজনের শরীরে বিএফ.৭ শনাক্ত হয়েছে। বাকি তিনজনের মধ্যে দুজনের ওমিক্রন বিএ ৫.২ উপধরন এবং আরেকজনের বিএ ৫.২.১ উপধরন শনাক্ত হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭