ইনসাইড বাংলাদেশ

৩৫ কোটি বই বিনামূল্যে দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী


প্রকাশ: 01/01/2023


Thumbnail

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের জন্য সরকার ৩৫ কোটি বই বিনামূল্যে দিচ্ছে। যার দাম হাজার হাজার কোটি টাকা হবে। এই ধরনের নজির পৃথিবীর কোথাও নেই, যেখানে বিনামূল্যে ছেলে মেয়েদের বই দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখাপড়ার জন্য ৪ কোটি ছেলে মেয়েকে বিনামূল্য বই দিয়েছেন।’

রবিবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসবে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

করোনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সরকার বিনামূল্যে সবাইকে করোনার টিকা দিয়েছেন। আমরা বয়স্ক থেকে শিশুদেরও টিকা দিয়েছি। তাই আমরা করোনা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। মানিকগঞ্জে ১ লাখ ৭০ হাজার ছেলে মেয়ে লেখাপড়া করে। শিক্ষা মন্ত্রণালয় থেকে মানিকগঞ্জের জন্য ১৭ লাখ বই দেওয়া হয়েছে। তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করে দেশের উন্নয়নে কাজ করবে।’

এদিকে নতুন বই হাতে পেয়ে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সিয়াম আহমেদ বলেছে, ‘বছরের প্রথম দিন নতুন বই পেয়ে আমি খুব খুশি। পড়াশোনা করে অনেক বড় হতে চাই। আর বিনামূল্যে নতুন বই দেওয়াতে প্রধানমন্ত্রীকে অনেক শুভেচ্ছা।’

এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা শিক্ষা অফিসার রেবেকা জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭