ইনসাইড এডুকেশন

নীলফামারীতে বই উৎসব পালিত


প্রকাশ: 01/01/2023


Thumbnail

“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারী জেলা জুড়ে সরকারের দেয়া বিনামূল্যে নতুন বই বিতরণের মধ্যে দিয়ে বই উৎসব পালিত হয়েছে। রবিবার (১লা জানুয়ারী) নতুন বছরের প্রথম দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরনের মধ্যে দিয়ে বই উৎসব পালন করা হয়। নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে  বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

উক্ত অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নবেজ উদ্দিন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোজাম্মেল হক রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার।

জেলা শিক্ষা বিভাগ জানায়, 'নতুন বছরের প্রথম দিনে পুরো জেলায় একযোগে ২০২৩ শিক্ষাবর্ষের প্রায় ৩৫ লাখ নতুন বই বিতরণ করা হচ্ছে শিক্ষার্থীদের মাঝে।  এর মধ্যে প্রাথমিকে প্রায় ১৮লাখ এবং মাধ্যমিক সাড়ে ১৭লাখ বই দেয়া হচ্ছে। '


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭