ইনসাইড গ্রাউন্ড

রঞ্জি ট্রফিতে ইতিহাস গড়লেন উনাদকাট


প্রকাশ: 03/01/2023


Thumbnail

ভারতের জাতীয় দলের পেসার জয়দেব উনাদকাট নতুন বছরের শুরুতেই গড়লেন ইতিহাস। রঞ্জি ট্রফির ৮৮ বছরের ইতিহাসে আগে যা কখনো হয়নি সেটি করে দেখালেন বাঁহাতি পেসার। নতুন বছরের শুরুতেই রঞ্জি ট্রফির ম্যাচে হ্যাট্রিক করে সবার নজর কেড়েছেন উনাদকাট।

রাজকোটে দিল্লি বনাম সৌরাষ্ট্রের ম্যাচের প্রথম ওভারের তৃতীয় বলে উনাদকাট বোল্ড করেন ধ্রুব শোরেকে। চতুর্থ বলে বৈভব রাওয়াল ধরা পড়েন হার্ভিক দেশাইয়ের হাতে। পঞ্চম বলে যশ ধুলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ব্যাক্তিগত হ্যাট্রিক পূর্ণ করেন উনাদকাট।

রঞ্জি ট্রফির ইতিহাসে প্রথম বোলার হিসেবে এমন কৃর্তি অর্জন করেন ভারতীয় এই বোলার। প্রথম ইনিংসে ১২ ওভার বল করে ১টিন মেডেন সহ ৩৯ রানের বিনিময়ে তুলে নেন উইকেট। ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে এটিই সেরা বোলিং ফিগার উনাদকাটের।

প্রথম শ্রেণির ক্রিকেটে ২১তম পাঁচ উইকেট শিকার করা উনাদকাটের সামনে হাতছানি দিচ্ছে আরও একটি হ্যাট্রিকের। কারণ ইনিংসের শেষ দুই বলেও দুই উইকেট নিয়েছেন এই পেসার।

                



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭