ইনসাইড পলিটিক্স

বিএনপি’তে বিদ্রোহের আশঙ্কা


প্রকাশ: 04/01/2023


Thumbnail

উপ-নির্বাচনের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র নিয়েছেন বিএনপির পদত্যাগী সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূইয়া। এ নিয়ে দলের ভেতর গত কয়েকদিন ধরে তোলপাড় চলছে। উল্লেখ্য যে, উকিল আবদুস সাত্তার ভূইয়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। গত বছর ২৯ ডিসেম্বর তিনি দলীয় পদ ছাড়েন। এর আগে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রথমে গত ১০ ডিসেম্বর গোলাপবাগ মাঠে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরে ১১ ডিসেম্বর বিএনপির অন্য ছয় এমপির সঙ্গে তিনিও জাতীয় সংসদ থেকে পদত্যাগপত্র জমা দেন। আগামী ১ ফেব্রুয়ারি এই শূন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে মনোনয়নপত্র কেনার ঘটনায় ওইদিন (১ জানুয়ারি) রাতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। উকিল আবদুস সাত্তারের মনোনয়নপত্র কেনার বিষয়ে নিজের ফেসবুক লাইভে এসে কথা বলেছেন সংসদ থেকে পদত্যাগকারী বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, উকিল আবদুস সাত্তার লোভে পড়ে, নয়তো সরকারের প্রয়োগ করা চাপে মনোনয়নপত্র কিনেছেন। তবে এব্যাপারে উকিল আবদুস সাত্তার বলেছেন ভিন্ন কথা। তিনি বলেছেন, বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের সিদ্ধান্তটা দূরদর্শী ছিল না। যদি আমাদের সঙ্গে দল এ বিষয়ে পরামর্শ করত, তাহলে হয়তো ভালো পরামর্শ দিতে পারতাম। তারপরও দল সিদ্ধান্ত নিয়েছে। যে কারণে আমরা এটা মানতে বাধ্য।’ 

শুধু তাই নয় দলের বিরুদ্ধে তিনি অভিযোগও করেছেন। তিনি বলেছেন, দল মনে করে না, আমাদের আর প্রয়োজন আছে। দলের জেলা ও উপজেলা কমিটিও কোনো কিছু করার ক্ষেত্রে পরামর্শ নেয় না, জিজ্ঞেসও করে না। এতে খারাপ লাগে। এখন মনে হচ্ছে হয়তো দলে আর আমাদের প্রয়োজন নেই। এ অবস্থায় পরিবারের সঙ্গে কথা বলে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’  

উকিল আবদুস সাত্তারের দল থেকে পদত্যাগ এবং উপ-নির্বাচনে মনোনয়নপত্র ঘটনায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটা সুস্পষ্ট যে, তৃণমূল বিএনপি নির্বাচনে যাওয়ার পক্ষে। উকিল আবদুস সাত্তার শুধু একা নন, এর আগে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করেছিলেন। পরে দল তাকে বহিস্কার করে। এছাড়া কুমিল্লা সিটি কপোরেশন নির্বাচনেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এবং মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার নির্বাচন করেছিলেন। অর্থাৎ নির্বাচনে যাওয়ার ব্যাপারে বিএনপিতে মতামতের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর এই সংখ্যা বাড়াতে দলের ভেতর বিদ্রোহের আশঙ্কা করছেন কেন্দ্রীয় একাধিক নেতারা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭