ইনসাইড বাংলাদেশ

সভাপতি ছাড়াই বিএনপির রুদ্ধদ্বার বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/02/2018


Thumbnail

রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সন্ধ্যার পর থেকে শুরু হওয়া রুদ্ধদ্বার বৈঠকে অংশ নিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যানরা। বৈঠকে আরও আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি ঘনিষ্ঠ একাধিক সূত্রে জানা গেছে, বৈঠকে অংশ নেননি স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। বৈঠকে আরও যোগ দেননি ভাইস চেয়ারম্যানদের একজন আব্দুল্লাহ আল নোমান। আর স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিক এসে কিছুক্ষণ থেকেই চলে গেছেন।

বৈঠকের শুরুতেই অবশ্য কে সভাপতিত্ব করবে তা নিয়ে বিতর্ক হয়। পরে কোনো সভাপতি ছাড়াই বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বেগম জিয়া কারাগারে যাওয়ার বিএনপির সিনিয়র নেতাদের উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক এটিই প্রথম।
গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার ৫ বছর কারাদণ্ড হয়। একই মামলায় তারেক রহমানসহ অপর ৪ আসামির ১০ বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড হয়। বেগম জিয়াকে আদালত থেকেই কারাগারে নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই পুরান ঢাকার নাজিমউদ্দিন রোগের পুরোনো ঢাকা কেন্দ্রীয় কারগারে আছেন বেগম জিয়া।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭