ইনসাইড গ্রাউন্ড

এশিয়া কাপের সূচি প্রকাশ, একই গ্রুপে ভারত-পাকিস্তান


প্রকাশ: 05/01/2023


Thumbnail

চলতি বছরে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে আবারও একই গ্রুপে পড়েছে ভারত-পাকিস্থান। পাক-ভারতের একই গ্রুপে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সাধারণ সম্পাদক জয় শাহ এশিয়া কাপের সূচি প্রকাশ করে একটি টুইট করেন। সেখানে দেখা যায় ভারত এবং পাকিস্তান রয়েছে একই গ্রুপে। পাক-ভারত গ্রুপে তৃতীয় একটি দলকে যোগ্যতা অর্জন করে আসতে হবে। অপর গ্রুপে রয়েছে বাংলাদেশ,শ্রীলঙ্কা এবং আফগানিস্থান।

গেলো এক দশক ধরে আন্তর্জাতিক কোন টুর্নামেন্টে ছাড়া দ্বিপাক্ষিক কোন সিরিজ খেলেনি এশিয়া দুই পরাশক্তি। তবে ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়াকাপ মিলিয়ে তিনবার মুখোমুখি হয়েছিলো বাবর-কোহলিরা।

চলতি বছরের শেষে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ, তাই এবারের এশিয়া কাপ হবে ৫০ ওভারে। তবে এখনো এশিয়া কাপের ভেন্যু নিয়ে জটিলতা কাটেনি। আশা করা হচ্ছে পাকিস্তান অথবা শ্রীলঙ্কায় হতে পারে এবারের এশিয়া কাপ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭