ইনসাইড এডুকেশন

এসএসসির ফরম পূরণ করতে না পেরে বিপাকে বাউফলের এক শিক্ষার্থী


প্রকাশ: 05/01/2023


Thumbnail

পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলমের স্বেচ্ছাচারিতা ও খামখেয়ালীপণার কারনে সাব্বির গাজী নামের এক শিক্ষার্থী এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে পারছেন না। বিষয়টি নিয়ে সাব্বির গাজীর বাবা সাইদুর রহমান বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যালয়ের অনিয়ম দুর্নীতির বিষয় নিয়ে সাইদুর রহমান ২০২১ সালে পটুয়াখালী আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলার জের ধরে প্রধান শিক্ষক খায়রুল আলম বিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমানের ছেলে সাব্বিরকে দেখে নেয়ার হুমকি দেন। গত বাছনিক পরীক্ষায় কৌশলে সাব্বিরকে বিভিন্ন বিষয়ে অকৃতকার্য করেন প্রধান শিক্ষক। বুধবার এসএসসির ফরম পূরণ করতে গেলে সাব্বিরকে বের করে দেন তিনি। এরপর সাব্বিরের বাবা সাইদুর রহমান বিদ্যালয়ে গেলে তাকে মামলা তুলে আনার নির্দেশ দেন প্রধান শিক্ষক 

সাইদুর রহমান সাংবাদিকদের বলেন,আমি বিদ্যালয়ের নানা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মামলা করেছি। এ কারনে আমার ছেলেকে খেসারত দিতে হবে কেন? প্রধান শিক্ষক খায়রুল আলম বলেন, বাছনিক পরীক্ষায় সাব্বির একাধিক বিষয়ে ফেল করেছে। তাকে এবছর ফরম পূরণ করতে দেয়া সম্ভব নয়। বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭