ইনসাইড বাংলাদেশ

চট্টগ্রামের হালিশহরে ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট


প্রকাশ: 06/01/2023


Thumbnail

চট্টগ্রামের হালিশহরে ইস্টার্ন ব্যাংকের শাখায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিটের এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন 

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বড়পোল মোড়ে একটি ভবনের চতুর্থ তলায় আগুন লেগেছে। সেখানে ইস্টার্ন ব্যাংকের একটি শাখা রয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। 




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭