ইনসাইড পলিটিক্স

১৭ দল নিয়ে আরেকটি নতুন জোটের আত্মপ্রকাশ


প্রকাশ: 07/01/2023


Thumbnail

ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি’র নেতৃত্বে ১৭ দল নিয়ে নির্বাচনী জোট ‘গণতন্ত্র বিকাশ মঞ্চ’র আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। 

শনিবার (৭ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এনপিপি’র চেয়ারম্যান আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু’র সভাপতিত্বে এ নির্বাচনী জোট আত্মপ্রকাশ করে।

দলগুলো হলো- ১. ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) ২. জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ৩. ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানী ৪. ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ (ডিপিবি) ৫. বাংলাদেশ ইসলামী ঐক্য ফ্রন্ট ৬. বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন-বিজিএ ৭. বাংলাদেশ মানবাধিকার আন্দোলন ৮. বাংলাদেশ নাগরিক কল্যাণ পার্টি ৯. বাংলাদেশ কনজারভেটিভ পার্টি (বিসিপি) ১০. গণমুক্তি পার্টি ১১. বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টি ১২. বাংলাদেশ ন্যায় বিচার পার্টি ১৩. ইসলামিক ডেভেলপমেন্ট পার্টি ১৪. বাংলাদেশ জাতীয় লীগ, ১৫. বাংলাদেশ শ্রমিক কল্যাণ পার্টি, ১৬. বাংলাদেশ আইডিয়াল পার্টি ১৭.  বাংলাদেশ জনকল্যাণ পার্টি।

লিখিত বক্তব্যে এনপিপি’র চেয়ারম্যান আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু বলেন, এনপিপি একটি নির্বাচনমুখী দল। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা শান্তির রাজনীতিতে বিশ্বাস করি। আমরা দেশের উন্নয়নে বিশ্বাস করি। মৌলিক অধিকার রক্ষায় বিশ্বাস করি। ২০২৪ সালের জানুয়ারি মাসে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনকে লক্ষ্য রেখে ১৭টি দল নিয়ে আমরা একটি নির্বাচনী জোট করলাম। যার নাম ‘গণতন্ত্র বিকাশ মঞ্চ’। গণতন্ত্র বিকাশ মঞ্চের লক্ষ্য ও উদ্দেশ্য দেশের রাজনৈতিক গুনগত মান পরিবর্তন করা। গণতন্ত্র বিকাশ মঞ্চ চায় সুষ্ঠু ধারার রাজনীতি, সম্প্রীতির রাজনীতি, সাম্যের রাজনীতি, দুর্নীতি ও মাদকবিরোধী রাজনীতি। আগামী নির্বাচনে আমরা ৩০০ আসনে অংশগ্রহণ করবো।

শেখ ছালাউদ্দিন ছালু আরও বলেন, মরহুম শেখ শওকত হোসেন নিলু’র একটি স্লোগান ছিল মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক গড়ে তোলা। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। তারই ধারাবাহিকতায় ‘নিরপেক্ষ নির্বাচনই গণতন্ত্র বিকাশের একমাত্র হাতিয়ার’ এই শ্লোগানকে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়বাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে একটি সুখী সমৃদ্ধশালী উন্নত দেশ গঠনে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে কাজ করে যাবে ‘গণতন্ত্র বিকাশ মঞ্চ’।

এসময় দেশ ও জনকল্যাণে ‘গণতন্ত্র বিকাশ মঞ্চ’র ১৮ দফা ঘোষণা করা হয়। দফাগুলো হলো- ১। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা। ২। ঘুষ, দুর্নীতি ও বিদেশে অর্থপাচার বন্ধ করা। ৩। সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করা। ৪। জ্বালানী মূল্যহ্রাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা। ৫। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা। ৬। রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ করা। ৭। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন প্রথা বাতিল করা। ৮। জাতীয় স্বার্থে মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি গনমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। ৯। রাজনৈতিক দলগুলোর মিছিল, মিটিং এর স্বাধীনতা নিশ্চিত করা। ১০। প্রকৃত মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের জীবনমাণ উন্নয়নে পরিকল্পনা মাফিক কর্মসূচী গ্রহণ করা। ১১। ঘুষ, দুর্নীতি, অপচয় ও সম্পদ পাচারকারীদের আদালতের মাধ্যমে দ্রুত বিচারের ব্যবস্থা করা। ১২। কৃষি উৎপাদন, বিপণন ও মূল্য নির্ধারণে সরকারের নিয়ন্ত্রণ আরোপ করা, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা ও কৃষি পণ্যে ভর্তুকি প্রদানের মাধ্যমে খাদ্য উৎপাদনে কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারী চাষীদের সমন্বয় সাধনের মাধ্যমে কৃষকদের সমবায়ী ব্যবস্থা চালু করা। ১৩। শ্রমিকদের যথাসময়ে বেতন প্রদান, শ্রমিকদের নূন্যতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ করার পাশাপাশি বিধি মোতাবেক নারী শ্রমিকদের স্ব-বেতনে মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা এবং সরকারি ব্যবস্থাপনায় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রম শক্তি গড়ে তুলা। ১৪। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা। ১৫। দেশের স্বার্থে নাগরিকদের মৌলিক মানবাধিকার সুরক্ষার আইন সঠিক ভাবে প্রয়োগ করা। ১৬। সংখ্যালঘু ও নৃগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা। ১৭। গুণগত ও মানসম্মত সার্বজনীন শিক্ষা ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। ১৮। সুস্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করার মাধ্যমে বিদেশে চিকিৎসার প্রবণতা রোধ করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনপিপি’র মহাসচিব ইদ্রিস চৌধুরী, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মন্ডল, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র সভাপতি এ কে এম মহিউদ্দিন আহাম্মেদ (বাবলু), ন্যাশনাল আওয়ামী পাটি-ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আব্দুল হাই সরকার, এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য শেখ আবুল কালাম, আনিসুর রহমান দেওয়ান, সৈয়দ মাহমুদুল হক আক্কাছ, ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ (ডিপিবি)’র চেয়ারম্যান এ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, বাংলাদেশ ইসলামী ঐক্য ফ্রন্ট এর সভাপতি মুফতি হাবিবুর রহমান হাওলাদার, বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের সভাপতি খাজা মহিবউল্যাহ শান্তিপুরী, বাংলাদেশ নাগরিক কল্যাণ পার্টি’র চেয়ারম্যান শহীদুন্নবী ডাবলু, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন-বিজিএ এর চেয়ারম্যান এ আর এম জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ কনজারভেটিভ পার্টি (বিসিপি)’র চেয়ারম্যান আনিসুর রহমান দেশ, বাংলাদেশ জাতীয় লীগের চেয়ারম্যান হারুন অর রশিদ, বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টি’র চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম মনি, বাংলাদেশ  শ্রমিক কল্যাণ পার্টি’র সভাপতি আসাদুল হক হাজরা হিমন, গণমুক্তি পার্টি’র সভাপতি নাজমুল হোসেন প্রমুখ।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭