ইনসাইড বাংলাদেশ

ইতালির উদ্দেশ্য ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/02/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের রাষ্ট্রীয় সফরে ইতালির উদ্দেশ্য ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সকাল ১০টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকা ছেড়েছেন।

ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (ইফাদ) পরিচালনা পর্ষদের ৪১ তম বার্ষিক অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে শেখ হাসিনা ভ্যাটিকান সিটি সফর করবেন। সেখানে তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করবেন।

স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টায় (বাংলাদেশ সময় রাত পৌনে ১২টায়) প্রধানমন্ত্রী ইতালির ফিওমিসিনো বিমানবন্দরে পৌঁছাবেন। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা ।

১৩ ফেব্রুয়ারি সকালে রোমে ইফাদ সদর দফতরে পরিচালনা পর্ষদের ৪১তম বৈঠকের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এতে প্রধানমন্ত্রী যুব উন্নয়ন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘ফ্রম ফ্রাজিলিটি টু লং টার্ম রেজিলেন্স : ইনভেস্টিং ইন সাসটেইনেবল রুরাল ইকোনোমিকস।’

বাংলা ইনসাইডার/এএফ/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭