ওয়ার্ল্ড ইনসাইড

করোনা চিকিৎসায় ফাইজারের সঙ্গে আলোচনায় চীন


প্রকাশ: 08/01/2023


Thumbnail

করোনা রোগীদের চিকিৎসায় ফাইজারের তৈরি প্যাক্সলোভিড ট্যাবলেট দেশে উৎপাদনের অনুমতি পেতে ইতোমধ্যে মার্কিন প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা শুরু করেছে চীন। এ আলোচনায় নেতৃত্ব দিচ্ছে চীনের ওষুধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন (এনএমপিএ)।

চীনে করোনা সম্প্রতি বেশ ভয়াবহ আকার ধারন করেছে। হাসপাতালগুলো রোগীতে পূর্ণ। এ মুহূর্তে উচ্চ ঝুঁকিতে থাকা রোগীদের চিকিৎসায় প্যাক্সলোভিডের মতো ভাইরাসবিরোধী ট্যাবলেট খুবই গুরুত্বপূর্ণ।

রয়টার্সের খবর অনুসারে, গত ডিসেম্বরে ফাইজারের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করে বেইজিং। চলতি মাসের মধ্যে ফাইজারের সঙ্গে এ নিয়ে চুক্তির আশা করছে দেশটি। চুক্তি হলে চীনের প্রতিষ্ঠানগুলো প্যাক্সলোভিড ট্যাবলেট দেশেই উৎপাদনের সুযোগ পাবে।

গত মাসে চীন সরকার হঠাৎ করে ‘জিরো-কোভিড’ নীতি পরিত্যাগ করে। এরপর দেশজুড়ে সংক্রমণ বেড়ে যায়। চীনের হাসপাতালগুলো তীব্র চাপের মধ্যে রয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭