ইনসাইড বাংলাদেশ

তারেকের নেতা হওয়ায় হতাশ কূটনীতিকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/02/2018


Thumbnail

তারেক জিয়াকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করায় আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের মুখোমুখি হয়েছে দলটি। বাংলাদেশের কোনো উন্নয়ন সহযোগী এবং বন্ধুরাষ্ট্রই এটাকে ইতিবাচক ভাবে নেয়নি। বরং প্রশ্ন করেছেন ‘হাউ এ ক্রিমিনাল ক্যান বি এ পার্টি হেড?’ বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্রে এখবর জানা গেছে।

সূত্র মতে, রায়ের পরই বিএনপি বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে একটি বৈঠক করার জন্য যোগাযোগের চেষ্টা শুরু করে। এই যোগাযোগে কূটনীতিকরা তারেক জিয়াকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করায় তীব্র অসন্তোস প্রকাশ করেছে। তারেক জিয়া এফবিআইয়ের খাতায় চিহ্নিত ‘দুর্নীতিবাজ’। ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর মতে তারেক হলো ‘নব্য দাউদ ইব্রাহিম’। বিএনপির সঙ্গে কূটনীতিকদের বিভিন্ন পর্যায়ে বৈঠকে তারেক জিয়াকে বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছিল প্রায় সব দেশের কূটনীতিকরা। এখন সেই তারেক জিয়াকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করায় তারা হতাশ।

বাংলা ইনসাইডার/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭