ইনসাইড গ্রাউন্ড

বিধ্বংসী ব্যাটিংয়ে ৩য় টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন সূর্যকুমার


প্রকাশ: 08/01/2023


Thumbnail

সূর্যকুমার যাদবের অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স দেখার পরে সকলেই তার দক্ষতায় মুগ্ধ হয়। গতকাল রজকটের স্টেডিয়ামে উপস্থিত দর্শকেদের ব্যাট হাতে উপহার দিয়েছেন বিধ্বংসী এক ইনিংস। তুলে নিলেন ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি শতক। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ এবং সিরিজ নির্ধারণী ম্যাচে ৫১ বলে ১১২ রানে অপরাজিত ছিলেন ডানহাতি ব্যাটার।  

গতকাল ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে  টি-টোয়েন্টি ক্রিকেটের শীর্ষে অবস্থান করা এ ব্যাটার তুলে নেন ক্যারিয়ারের ৩য় টি-টোয়েন্টি শতক।

রাজকটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত। সিরিজ নির্ধারণী ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ব্যাটিংয়ের শুরুটা মোটেও ভালো হয়নি টিম ইন্ডিয়ার। শুরুতেই ঈশান কিশানকে হারিয়ে চাপে পড়ে ভারত। পাওয়ার-প্লেতে রাহুল ত্রিপাঠির ঝোড়ো ব্যাটিংয়ে সে চাপ উতরে গেলেও পাওয়ার-প্লের আগেই আউট হয়ে যান ত্রিপাঠিও।

রাহুল ত্রিপাঠির আউটের পরের গল্পটা শুধুই সূর্যকুমারের। লঙ্কান বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করলেন ডানহাতি ব্যাটার। শ্রীলঙ্কান বোলারদের নাস্তানাবুদ করে হাফসেঞ্চুরি করেন মাত্র ২৬ বলে। অর্ধশতকের পর রানের গতি আরও বাড়ান। ব্যাটে বলে হলেই যেন সীমানা পার। ম্যাজিকাল ব্যাটিংয়ে শুভমন গিলের সঙ্গে গড়েন ১১১ রানের জুটি। ৩৫ বলে ৪৬ করে গিল ফিরে গেলেও একপাশে ব্যাটের তেজ আরও বাড়াতে থাকেন সূর্যকুমার। শেষ পর্যন্ত অপ্রতিরোধ্য সুর্যকুমারকে ফেরাতে পারেনি কেউই। 

টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ৩য় শতক পেতে খেলেছেন ৪৫ বল। বলের বিচারে এটি ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। শতকের পরেও অপরাজিত ছিলেন সূর্য। খেলেছেন ইনিংসের শেষ বল পর্যন্ত। দুর্দান্ত সব শটে মুগ্ধ করেছেন রাজকটের সৌরাষ্ট্র স্টেডিয়ামে উপস্থিত সমর্থকদের। ছয় চারে ৫১ বলে ১১২ রান করে অপরাজিত থেকে যান সূর্যকুমার।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭