ইনসাইড বাংলাদেশ

কয়েদিদের পোশাক পরতে হবে বেগম জিয়াকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/02/2018


Thumbnail

বেগম জিয়াকে কয়েদিদের পোশাক পরতে হবে বলে জানিয়েছেন আইজি প্রিজন। জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন গত বৃহস্পতিবার থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।

কারা কতৃপক্ষ সূত্রে জানা গেছে, বেগম জিয়াকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কোনো মামলায় বিচারাধীন অবস্থায় কারাগারে থাকলে কয়েদির পোশাক পরতে হয় না। তবে কারাদণ্ডে দণ্ডিতদের কয়েদিদের পোশাক পরতে হবে।

দীর্ঘ ১০ বছর মামলা চলার পর গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় রায়ে বেগম জিয়াকে ৫ বছর কারাদণ্ড দেওয়া হয়। আর তারেক জিয়াসহ অপর চারজনকে ১০ বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। সবার একই শাস্তি হলেও বেগম জিয়ার বয়স ও সামাজিক অবস্থান বিবেচনায় কারাদণ্ড ১০ বছরের স্থলে ৫ বছর করা হয়। রায়ের পরপরই বেগম জিয়াকে নিচ্ছিদ্র নিরাপত্তায় পুরোনো ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে নেওয়া হয়। আর বৃহস্পতিবার থেকে কারাগারে থাকলেও এখনো পর্যন্ত কয়েদিদের পোশাক পরতে হয়নি বেগম জিয়াকে।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭