ওয়ার্ল্ড ইনসাইড

ন্যাটোতে ভেড়ার আশায় সুইডেন


প্রকাশ: 09/01/2023


Thumbnail

রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকেই সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে মরিয়া হয়ে ওঠে সুইডেন। তবে বাধ সাধে ন্যাটো সদস্য তুরস্ক। সুইডেনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ আনে রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের দেশ। সুইডেনকে ন্যাটোতে নিতে জুড়ে দেয় কিছু শর্ত।

এবার সুইডেন প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, তার দেশের পক্ষে আঙ্কারার সব দাবি পূরণ করা সম্ভব নয়। সুইডেনে প্রতিরক্ষা পরামর্শকদের সঙ্গে এক সম্মলনে ক্রিস্টারসন এ কথা বলেন তিনি। 

সুইডিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা যেটা করবো বলেছিলাম সেটা আমরা করেছি। কিন্তু তারা এমন আরো কিছু জিনিস চেয়েছে যা আমরা দিতে পারবো না বা দিতে চাই না। আমাদের এবং তুরস্ক উভয় পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’

ন্যাটোর গঠনতন্ত্র অনুযায়ী কোনো একটি সদস্য রাষ্ট্রের আপত্তি থাকলে নতুন কোনো দেশ সংগঠনটির সদস্য হতে পারবে না। তাই অন্যান্য সদস্যদের আপত্তি না থাকলেও শুধু তুরস্কের কারণে ফিনল্যান্ড ও সুইডেনের নেটোতে যোগদান আটকে আছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭