ওয়ার্ল্ড ইনসাইড

কাঠের নৌকায় ইন্দোনেশিয়ায় আরও ১৮৪ রোহিঙ্গা


প্রকাশ: 09/01/2023


Thumbnail

একটি কাঠের নৌকায় করে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে পৌঁছেছে আরও ১৮৪ রোহিঙ্গা। রবিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে নৌকাটি ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলে পৌঁছায়।

ওই নৌকায় ৬৯ পুরুষ, ৭৫ নারী ও ৪০ জন শিশু ছিল বলে জানিয়েছে আচেহ অঞ্চলের স্থানীয় পুলিশ প্রধান ইরওয়া ফাহমি রামলি।

রামিল বলেছেন, ‘তারা (রোহিঙ্গারা) সাধারণত স্বাস্থ্যবান। তবে তাদের সাথে থাকা এক গর্ভবতী নারী ও চারটি শিশু অসুস্থ।’

অসুস্থদের চিকিৎসকের কাছে পাঠানো হবে বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। এই রোহিঙ্গাদের স্থানীয় সরকারের শরণার্থী শিবিরে পাঠানো হবে বলেও জানিয়েছেন রামলি।

জানা গেছে, ওই নৌকাটি ২০২২ সালের ডিসেম্বর মাসের ১০ তারিখ বাংলাদেশ থেকে ছেড়ে গেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭