ইনসাইড বাংলাদেশ

শিশু ধর্ষণ মামলায় দশ বছর আটকাদেশ


প্রকাশ: 10/01/2023


Thumbnail

নাটোরে শিশু ধর্ষণ মামলায় আজানুর রহমান নামে একজনের দশ বছর আটকাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক। সোমবার(৯ জানুয়ারি) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। দন্ডিত আজানুর রহমান বড়াইগ্রাম উপজেলার কৃষ্ণপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। রায়ের সময় দন্ডিত আজানুর রহমান আদালতে উপস্থিত ছিল না।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২ মে রাত্রি নয়টার দিকে উপজেলার কৃষ্ণপুর গ্রামের ১২ বছর বয়সী ভিকটিমকে একা পেয়ে একই এলাকার সোলাইমান হোসেনের ছেলে সোহেল রানা এবং মুক্তার হোসেনের ছেলে আজানুর রহমান বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে পালা ক্রমে ধর্ষণ করে। পরে ভিকটিমের পিতা বাদী হয়ে ৩ মে বড়াইগ্রাম থানায় ওই দুজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ সোহেল রানাকে মামলা থেকে অব্যাহতি দিয়ে চার্জশীট দাখিল করে। মামলায় পলাতক আজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত তাকে ১০ বছরের আটক আদেশ দেন। সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার দুপুরে এই রায় দিয়েছেন আদালত।

আদালতের স্পেশাল পিপি আনিছুর রহমান রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, মামলা করার সময় দন্ডিত আজানুরের বয়স ছিল ১৫ বছর।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭