ইনসাইড গ্রাউন্ড

কিংবদন্তি শচীনের রেকর্ডে ভাগ বসিয়েছেন কোহলি


প্রকাশ: 11/01/2023


Thumbnail

ক্রিকেট বিশ্বের বর্তমান সময়ের অন্যতম তারকা ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। যার ব্যাটে ভর করে টিম ইন্ডিয়ার রয়েছে অনেক জয়ের রেকর্ড। ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই পুরনো সব রেকর্ড ভেঙ্গে গড়েছেন নতুন সব রেকর্ড। ২০০৮ সালে ভারতীয় ক্রিকেটে অভিষেক ঘটে বিরাটের। ক্যারিয়ারের শুরু থেকেই ছিলেন দারুণ ফর্মে।

মাঝে দিয়ে কিছু বাজে সময় কাটিয়েছেন ডানহাতি ব্যাটার। ২০১৯ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করার পরে ২৫ ম্যাচ ছিলেন সেঞ্চুরিশূন্য। তখন সাবেক ভারতীয় এবং ক্রিকেট বিশ্বের অনেক কিংবদন্তি বিরাটকে বিশ্রাম নিতে বলেছিলেন। তবে ভারতীয়দের হয়ে ২৬৬ টি একদিনের ম্যাচ খেলা বিরাট থেমে যাননি। আত্নবিশ্বাসের সঙ্গে খেলা চালিয়ে যাওয়া বিরাট ২০২২ সাল শেষ করেছেন অসাধারণ এক সেঞ্চুরি দিয়ে।

বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ৯১ বলে খেলেছিলেন ১১৩ রানের এক নান্দনিক ইনিংস। সে ম্যাচটি ছিলো ২০২২ সালে ভারতের শেষ ওডিয়ায় ম্যাচ। নতুন বছরের শুরুতেই আবার আগের রূপে ফিরে এসেছেন কোহলি। চলতি বছরের প্রথম ওয়ানডেতে আসামের গৌহাটিতে খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে ১১৩ রানের ইনিংস। ৮৭ বলের ইনিংসটিতে ছিল ১২ চার ছক্কা। ২৬৬ ওয়ানডে ক্যারিয়ারে এটা তার ৪৫তম সেঞ্চুরি।

ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের করা ৪৯ টি সেঞ্চুরির রেকর্ড টপকে যেতে বিরাটের প্রয়োজন আর মাত্র ৫টি সেঞ্চুরি। ভারতীয় গ্রেটের সেঞ্চুরির রেকর্ড এখনো ভাঙ্গতে না পারলেও অন্য আরেকটি রেকর্ডে ভাগ বসিয়েছেন কোহলি।

শচীনের করা ৪৯ টি সেঞ্চুরির মধ্যে ২০টি করেছিলেন ঘরের মাঠে। শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি দিয়ে শচীনের থেকেও কম ম্যাচ খেলে রেকর্ডে ভাগ বসিয়েছেন বিরাট। শচীন টেন্ডুলকারের ঘরের মাঠে ২০ সেঞ্চুরি করতে খেলতে হয়েছিলো ১৬০ ইনিংস। সেখানে বিরাটের লেগেছে মাত্র ৯৯ ইনিংস।

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭