ইনসাইড বাংলাদেশ

ঢাবি উপাচার্যকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের অভিনন্দন


প্রকাশ: 11/01/2023


Thumbnail

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের মাননীয় চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

বুধবার (১১ জানুয়ারি) এক আধা সরকারি পত্রের মাধ্যমে এই অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন পত্রে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে মিজ অঙ্কিতা ইসলামকে এমবিএ কর্মসূচীতে ভর্তির সুযোগ প্রদান এবং কোর্স ফি বিমুক্ত অধ্যয়নের সুযোগ প্রদান করায় জাতীয় মানবাধিকার কমিশনের মাননীয় চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানকে অভিনন্দন। 

ড. কামাল উদ্দিন  মনে করেন, জন্মগ্রহণের বিচারে সম্পূর্ণ নির্দোষ এমন অসহায়, সুবিধাবঞ্চিত ও নিগৃহীত মানুষের মানবাধিকার সংরক্ষণে এবং তাদের এগিয়া নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের পাশাপাশি আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে। কমিশন বিশ্বাস করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রশংসনীয় দৃষ্টান্ত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুসরণীয় হবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭