ইনসাইড পলিটিক্স

বঙ্গবন্ধু শেখ মুজিব আল্লাহর ঐশ্বরিক দান: মির্জা আজম


প্রকাশ: 11/01/2023


Thumbnail

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, ‘১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। কিন্তু এই দিনটির জন্য আমাদের ২৪ বছর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯৪৮ সাল থেকে শুরু করে ২৪টি বছর লড়াই, সংগ্রাম করে, নিজে বার বার মৃত্যুকে বরণ করে নিয়ে, এই বাঙালি জাতির মুক্তির জন্য তিনি লড়াই করেছেন।’

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব -আল্লাহর ঐশ্বরিক দান। এই বাঙালি জাতির জন্য একটা স্বাধীন ভূমি এবং রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আল্লাহপাক তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এবং তার কারণেই আমাদের এই স্বাধীনতা অর্জন করেছি।’

 বুধবার (১১ জানুয়ারি) রাজধানীর ফার্মগেটে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মহানগর উত্তর আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।  
      
মির্জা আজম বলেন, বিশ্বের বহু দেশে, তাদের স্বাধীনতা দিবস আছে। আমাদের পাশ্ববর্তী দেশ ভারত, মিয়ানমারসহ সব দেশেরই স্বাধীনতা দিবস আছে। কিন্তু আপনারা খোঁজে দেখুন, সেই দেশগুলোর কোনো বিজয় দিবস নেই। কিন্তু আমাদের এই বাংলাদেশ, সেই ১৯৭১ সালের ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা করেছিলেন। কিন্তু এই স্বাধীনতা অর্জন করতে আমাদের ৩০ লক্ষ মানুষকে রক্ত দিতে হয়েছে। ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানি হয়েছে। তার বিনিমিয়ে অর্জন করেছি, ১৯৭১ সালের ঐতিহাসিক ১৬ ডিসেম্বর। 

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়াউর রহমান ৬ বছর এবং খালেদা জিয়া ১০ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। এই ১৬ বছর ক্ষমতায় থেকে তারা বাংলাদেশে কোনো দৃশ্যমান উন্নয়ন করে নাই। তারা পাকিস্তানের প্রেতাত্মা হয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল। তারা ‘জয় বাংলা’ শ্লোগানকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছিল। বাংলাদেশকে আজীবন ভিক্ষুকের জাতিতে পরিণত করতে তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়।’

মির্জা আজম বলেন, ‘মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, দেশবিরোধী শক্তি, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি-জামায়াত আজকে বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করছে। আজকেও ঢাকা শহরে তাদের কর্মসূচি আছে। আজকে যারা ওই বিএনপি-জামায়াত কর্মসূচি পালন করছে, তারা কারা? তাদের চিনতে হবে, জানতে হবে। তারা হলো এই দেশের স্বাধীনতা বিরোধী।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক বাহাউদ্দিন নাছিম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ, যুবলীগ সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল প্রমুখ। এর পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করা হয়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭