ইনসাইড বাংলাদেশ

তারেকের নেতৃত্ব মানল না ২০ দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/02/2018


Thumbnail

জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবার ৫ বছর কারাদণ্ড হওয়ার পরপরই বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে আদালত থেকে কারাগারে নেওয়া হয়্। ওই দিনই বিএনপির নেতৃত্বে পরিবর্তন হয়ে এসেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়া। তবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতারা তারেককে ঐক্যের নেতা মানতে রাজি নন। রোববার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের অনুষ্ঠিত জোটের বৈঠকে এমনটাই জানালেন এর নেতারা। ২০ দল ঘনিষ্ঠ একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

একাধিক সূত্র জানিয়েছে, বেগম জিয়া কারাগারে যাওয়ার পর থেকেই গত চারদিকে ২০ দলীয় অনেক নেতাকেই ফোন করেছেন লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকা তারেক জিয়া। রোববারও ২০ দলীয় জোটের বৈঠকে ফোন করে সবার উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। বিষয়টি মেনে নিতে পারেননি জোটের নেতারা। তারেকের ভাষণ নিয়ে ২০ দলের নেতাদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

বৈঠকেই ২০ দলের নেতারা জানিয়ে দেন, বিএনপি কী পরিবর্তন হলো সেটা তাঁদের বিষয় নয়, তবে খালেদা জিয়া যদি ২০ দলে থাকেন তাহলেই তারা জোটে আছেন, নাহলে নেই।

২০ দলের নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁদের নেতৃত্বে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছিলেন খালেদা জিয়াই থাকবেন। বিএনপির চেয়ারপারসনের পরিবর্তন হলেও ২০ দলের নেতার পরিবর্তন তারা মেনে নেবেন না।

তাই বাধ্য হয়েই ২০ দলের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এবং তিনিই থাকবেন।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭