কালার ইনসাইড

কেউ পাশে দাঁড়াইনি, কিডনি বেঁচে হলেও মাকে বাঁচাবে সজল!


প্রকাশ: 13/01/2023


Thumbnail

সদ্য চাকরি হারানো এক যুবকের নাম রকি। শুধু চাকরিই না, হারিয়েছেন প্রেমিকাকেউ। ঠিক এই মুহূর্তেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তার মা। জরুরি ভিত্তিতে প্রয়োজন তাকে অপারেশন করানোর। কিন্তু দরকার এক লাখ টাকা।

অসময়ে মায়ের পাশে থাকাটাই তো সন্তানের কাজ। আর তাইতো নিজের কাছে টাকা না থাকা স্বত্তেও পরিচিত মানুষের কাছে টাকা ধার চেয়ে তার প্রয়োজনের কথা জানায়। কিন্তু কেউ তাকে টাকা দিচ্ছে না, সবাই ফিরিয়ে দিচ্ছে।

মানুষের কত রকমের সমস্যার মধ্যে রকির সমস্যাটা খুব বেশি পাত্তা পায়নি। তবুও তো মাকে বাঁচাতে হবে। তাই সিদ্ধান্ত নেয় নিজের একটি কিডনি বিক্রি করে হলেও মাকে বাঁচাবে। সেই সিদ্ধান্তে নিজের কিডনি বিক্রি করার প্রক্রিয়া শুরু করে। কিন্তু সেখানে গিয়ে জানতে পারে এক অজানা কথা। সেই অজানা কথার ওপর ভিত্তি করে সামনে আসে প্রাক্তন প্রেমিকা হেলেন। ঘটতে থাকে একের পর এক রহস্যজনক ঘটনা।



তাহলে কী রকি তার মাকে বাঁচাতে পারবে না, কিংবা নিজের কিডনি বিক্রি করতে গিয়ে আসলে কি ঘটনা সামনে আসে? এমন সব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে নাটক ‘কেবিন নাম্বার ৫০৭’। কুদরত উল্লাহর গল্প ও রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাকিল সৈকত।

নুরুন্নবী তরুণের চিত্রগ্রহণে নাটকটি প্রযোজনা করেছে মাইজদীটেইনমেন্ট। রকি চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও হেলেন চরিত্রে অভিনয় করেছেন ফারজানা আহসান মিহি। আরও অভিনয় করেছেন মিলি বাসার, রেজাউল আহসান শিকদার রেজা, খায়রুল ইসলাম পলিন, সোহেল মাসুদ পথিক, নাজনিন শবনব, মাইশা আলভী, জেকিসহ আরও অনেকে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭