ইনসাইড বাংলাদেশ

বিএসএফের গুলিতে বাংলাদেশী নাগরিক আহত


প্রকাশ: 14/01/2023


Thumbnail

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দেলোয়ার হোসেন নামে এক বাংলাদেশী নাগরিক আহত হয়েছেন।
শুক্রবার বেলা সোয়া ২টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট সীমান্তে নিজ বসতবাড়িতে বিএসএফ কর্তৃক বাংলাদেশী ওই নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন।

আহত দেলোয়ার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম বুরুঙ্গা ছড়ার আব্দুর রশীদের ছেলে।
এলাকাবাসী তাৎক্ষণিকভাবে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল নিয়ে যান।

শুক্রবার বিকেলে আহত দেলোয়ারের পরিবারের লোকজন জানান, বাংলাদেশ -ভারত সীমান্তের মেইন পিলার ১১৯৯ এর থ্রি-এস সাব পিলার সংলগ্ন জিরো লাইনে থাকা (শূন্য রেখা) পাহাড়ি সূরঙ্গের পানিতে শুক্রবার বেলা ২টার দিকে গোসল করতে যান উপজেলার বুরুঙ্গাছড়া গ্রামের সিরাজ মিয়ার বয়োবৃদ্ধা স্ত্রী হনুফা বেগম(৫৭)।

ওই সময় ভারতের মেঘালয় ষ্টেইটের শিলং -১৯৩ ব্যাটালিয়নের বিএসএফ বড়ছড়া কোম্পানী হেডকোয়ার্টারের টহল দলে থাকা এক বিএসএফ সদস্য হনুফা বেগমকে লাঠি দিয়ে পিঠিয়ে আহত করেন।  

নিজ বতস বাড়ির পেছনে দাঁড়িয়ে থাকা দেলোয়ার গ্রামের বয়োবৃদ্ধা মহিলাকে পেটানোর ঘটনায় এগিয়ে গিয়ে বিএসএফ সদস্যকে বাঁধা দিয়ে ওই মহিলাকে নিজ বাড়িতে ফিরিয়ে আনেন।

এর কিছুক্ষন পর  বাংলাদেশ -ভারত সীমান্তের মেইন পিলার ১১৯৯ এর থ্রি-এস সাব পিলার সংলগ্ন জিরো লাইনে থাকা (শুন্য রেখা) সংলগ্ন বাংলাদেশী নাগরিক দেলোয়ারের বসত বাড়িতে বিএসএফ সদস্যরা অনুপ্রবেশ করে । এরপর টহল দলে থাকা ক্ষুদ্ধ এক বিএসএফ সদস্য দেলোয়ারকে লক্ষ করে গুলিবিদ্ধ করে তাকে আহত করে ফেলে রেখে চলে যায়।

খবর পেয়ে  ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট বিজিবি কোম্পানী সদরের একটি টহল দল ঘটনাস্থলে পৌছার পুর্বেই বিএসএফ সদস্যরা ভারতীয় সীমানায় চলে যায়। 

শুক্রবার বিকেলে ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট (বিজিবি)’র কোম্পানী সদরের দায়িত্বপ্রাপÍ নায়েব সুবেদার জাফর আহমেদ বিএসএফ কতৃক এক বাংলাদেশী নাগরিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি নিশ্চিত করেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭