ইনসাইড গ্রাউন্ড

আইপিএলের সময়সুচি পরিবর্তনে ক্ষুব্ধ মুম্বাই ইন্ডিয়ান্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/02/2018


Thumbnail

আইপিএলের একাদশ আসরের সম্প্রচারের সময় বদলে যাচ্ছে। এমনটাই ইঙ্গিত মিলেছে আইপিএল-এর গর্ভনিং কাউন্সিল বৈঠকের পর। চলতি বছরের ৭ এপ্রিল থেকে শুরু হবে আইপিএলের ১১তম আসর এবং তার একদিন আগে ৬ এপ্রিল হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রথমে জানানো হয়েছিল আগামী ৪ এপ্রিল থেকে আসরটি শুরু হবে। তবে আইপিএল গভর্নিং কাউন্সিল নিশ্চিত করেছে তিনদিন পিছিয়ে মুম্বাইয়ে প্রতিযোগিতাটি শুরু হচ্ছে। আসরের ফাইনালও হবে একই জায়গায় ২৭ মে।

আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল জানিয়েছিলেন, ‘আইপিএল-এর অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস লিখিতভাবে সময় পরিবর্তনের আর্জি জানিয়েছিল। সেই আবেদন নিয়ে আলোচনা হয়েছে গর্ভনিং কাউন্সিলের বৈঠকে।‘

কিন্তু এই সময়সূচি পরিবর্তনের কারণে অসন্তোষ প্রকাশ করেছেন মুস্তাফিজের মুম্বাই ফ্রাঞ্চাইজির অন্যতম কর্ণধার আকাশ আম্বানী। ভারতীয় এক সংবাদমাধ্যমে তিনি বলে দিয়েছিলেন, ‘’এই সূচি বদলানো নিয়ে আমাদের আপত্তি রয়েছে। মুম্বইয়ের জনগণ ৬.৩০-৭.০০টা (ভারতীয় সময়) পর্যন্ত চাকরিতে ব্যস্ত থাকে। সময় পরিবর্তন হলে এদেরকে মাঠমুখী করা সম্ভব হবে না।‘

যদিও এই সিদ্ধান্তকে সরাসরি সমর্থন জানিয়েছে কেকেআর-রাজস্থান রয়্যালসের মতো দল।

আইপিএল-এর নিলামের আগে যে গর্ভনিং কাউন্সিলের বৈঠক হয়েছিল, সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় আসন্ন আইপিএল-এ সম্প্রচারের সময় বদলানো হবে। আইপিএল-এর গত দশ সংস্করনে বিকাল ও রাতে যথাক্রমে বাংলাদেশ সময় সাড়ে ৪টায় এবং সাড়ে ৮টায় খেলা সম্প্রচারিত হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আধঘণ্টা এগিয়ে আনা হতে পারে সব ম্যাচ। অর্থাৎ রাতের ম্যাচ সড়ে ৮টার পরিবর্তে ৮টায় এবং বিকালের ম্যাচ সাড়ে ৪টার বদলে ৪টায় শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকে।

উল্লেখ্য, মুম্বাই ইন্ডিয়ান্স মুস্তাফিজকে ২ কোটি ২০ লাখ রুপিতে এবার দলে নিয়েছে।


তথ্যসুত্রঃএবেলা



বাংলা ইনসাইডার/ডিআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭