ওয়ার্ল্ড ইনসাইড

৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ


প্রকাশ: 15/01/2023


Thumbnail

মাত্র ৪৩০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে এটি তাদের সর্বনিম্ন রিজার্ভ।

সম্প্রতি বিপুল বৈদেশিক ঋণের কিছু কিস্তি পরিশোধের পর দেশটির রিজার্ভ আরও কমে গেছে বলে জানিয়েছে পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংক।

গত বৃহস্পতিবার স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) রিজার্ভের তথ্য দিয়ে জানায়, দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলোতে এখনো ৫৮০ কোটি মার্কিন ডলার আমানত রয়েছে। সব মিলিয়ে দেশটির রিজার্ভ ১ হাজার ১০০ কোটি মার্কিন ডলার।

তবে পাকিস্তান বর্তমান অচলাবস্থার অবসানের আশা করছে। কারণ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল ১১০ কোটি মার্কিন ঋণ ছাড় করবে বলে আশা করছে তারা।

গত বছর ভয়াবহ বন্যার শিকার হয় পাকিস্তান। সরকারি হিসাবে, বন্যায় দেশটির ৩০ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছিল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭