ইনসাইড বাংলাদেশ

যশোরের বেনাপোলে ৬০ লিটার দেশী মদসহ গ্রেফতার-১


প্রকাশ: 15/01/2023


Thumbnail

যশোরের বেনাপোল বাজারের মধ্যে থেকে ৬০ লিটার দেশি মদসহ আব্দুল মজিদ টুনু (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটক আব্দুল মজিদ টুনু বেনাপোল সীমান্তের সাদিপুর (স্কুলপাড়া) গ্রামের মৃত মতলেবের ছেলে।

এসময় বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে মদের আস্তানা গুড়িয়ে দেয়। 

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, বেনাপোল বাজারের মধ্যে দেশী মদের আস্তানা তৈরি হয়েছে। এবং সেখানে অবৈধভাবে প্রচুর পরিমাণ মদ বেচাকেনা হচ্ছে এমব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। 

এসময় অবৈধভাবে গড়ে উঠা মদের আস্তানা গুড়িয়ে দিয়ে ৬০ লিটার দেশী মদ সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে মামলা  প্রক্রিয়াধীন। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭