ইনসাইড গ্রাউন্ড

কঠিন প্রতিপক্ষ রিয়ালকে হারাতে প্রস্তুত বার্সেলোনা


প্রকাশ: 15/01/2023


Thumbnail

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনাকে ক্ষুধার্ত রূপে দেখতে চান কোচ জাভি হার্নান্দেজ। কারণ ২০১৮ সালের পর থেকে নতুন নিয়মের স্প্যানিশ কাপ জিতা হয়নি বার্সার। তাই আজ ব্যর্থতার বৃত্ত ভাঙ্গতে চায় কাতালানরা। আজ ফাইনালেও তাদের সামনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলা তাই শীর্ষদের দৃঢ় মনোবল নিয়ে মাঠে নামার নির্দেশ কোচ জাভির।

মধ্যেপ্রাচ্যের দেশ সৌদি আরবের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সুপার কাপের ফাইনালে লড়বে দুই প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। এল ক্লাসিকো ম্যাচে শেষে শিরোপা কার হাতে উঠবে সেটি জানা যাবে আজ রাত ১টায়।

আজ এল ক্লাসিকো ফাইনালের আগে গণমাধ্যমের সামনে এসে পরিকল্পনার নিয়ে কথা বলেন বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ। রিয়ালকে নিয়ে তিনি সমীহ করছেন ঠিকই তবে তার মুখে ছিলো শুধুই রিয়াল বন্দনা

গণমাধ্যমকে জাভি বলেন, 'মাদ্রিদ খুব শক্তিশালী একটি দল এবং মনস্তাত্ত্বিক দিক থেকে তারা কিছুটা এগিয়ে থাকবে। কারণ, সাম্প্রতিক বছরগুলোতে তারা বার্সেলোনার চেয়েও বেশি ফাইনাল খেলেছে এবং অভিজ্ঞতায় তারা এগিয়ে।'

শীর্ষদের অনুপ্রাণিত করতে বার্সা কোচ বলেন, ‘অনেকদিন হয়ে গেছে আমরা শিরোপা জিতিনি। তাই রিয়ালের বিপক্ষে আমাদের শিরোপা জয়ের প্রাণপণ চেষ্টা করতে হবে। যেটা আমি বেতিসের বিপক্ষে ম্যাচের আগেও খেলোয়াড়দের বলেছিলাম। শিরোপা জয়ের ক্ষেত্রে তীব্র মনোভাব দেখানোকে আমি একটি বাড়তি সুবিধা হিসেবে দেখি।' ১৩ বারের স্প্যানিশ শিরোপা জয়ী বার্সার সামনে হাতছানি দিচ্ছে ১৪ শিরোপার মালিক হওয়ার। ফাইনাল ম্যাচে তাই শীর্ষদের সেরাটা নিংড়ে দেওয়ার পরিকল্পনার কথাও জানান জাভি।

৪২ বছর বয়সী বার্সার কোচ আরও বলেন, 'বার্সায় জয়ের ক্ষেত্রে কোনো আপোষের সুযোগ নেই এবং মূল উদ্দেশ্য হলো শিরোপা। অন্য কেউ প্রতিপক্ষ হিসেবে থাকলেও আমরা একই কথা বলতাম। আমরা আমাদের মূলশক্তি নিয়ে তাদের ঝাঁপিয়ে পড়ব।'

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭