ওয়ার্ল্ড ইনসাইড

আফগানিস্তানে দেহরক্ষীসহ সাবেক নারী এমপিকে গুলি করে হত্যা


প্রকাশ: 16/01/2023


Thumbnail

আফগানিস্তানের রাজধানী কাবুলে বাড়িতে ঢুকে সাবেক এক নারী এমপি এবং তার দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে। হামলায় তার তার ভাই ও দ্বিতীয় দেহরক্ষী আহত হয়েছেন।

স্থানীয় সময় রবিবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশপ্রধান মৌলভি হামিদুল্লাহ খালিদ।

নিহত নারী সংসদ সদস্যের নাম মুরসাল নবীজাদা। তার বয়স ৩২ বছর। ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর যে কয়জন নারী আইনপ্রণেতা কাবুলে থাকছেন তার মধ্যে তিনি একজন ছিলেন। তার সাবেক সহকর্মীরা নবীজাদাকে ‘আফগানিস্তানের জন্য নির্ভীক চ্যাম্পিয়ন’ হিসেবে প্রশংসা করেছিলেন। এর আগে দেশ ছাড়ার সুযোগও প্রত্যাখ্যান করেন তিনি।

হত্যাকাণ্ডের বিষয়ে কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, নিরাপত্তা বাহিনী এ ঘটনার তদন্ত শুরু করেছে।

ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হান্না নিউম্যান এ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি ব্যথিত, ক্ষুব্ধ। পুরো বিশ্বকে আমি এ খবর জানাতে চাই।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭