ইনসাইড গ্রাউন্ড

কোহলি ফিরলেন নবাবের বেশে


প্রকাশ: 16/01/2023


Thumbnail

ক্রিকেট বিশ্বে বর্তমানে সবচেয়ে সফল ব্যাটার কে? এমন প্রশ্নে সবার আগে মুখে আসবে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির নাম। ক্রিকেট ক্যারিয়ারে যতদিন যাচ্ছে রেকর্ডের পাল্লা ততোই ভারি হচ্ছে ভারতীয় ব্যাটারের। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা সেঞ্চুরির পর প্রায় তিন বছর কোন সেঞ্চুরির দেখা পাননি ব্যাটার। সাবেক কিংবদন্তিরা বলেছিলো বিরাটের কিছু দিন বিশ্রামের প্রয়োজন। তবে বিরাট তাদের কথায় কান না দিয়ে চালিয়ে গেছেন ক্রিকেট। ফিরে এসেছের আবার নবাবের বেশে।

২০২২ সাল শেষ করেছেন দুদার্ন্ত এক সেঞ্চুরি দিয়ে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে খেলেছিলেন ১১৩ রানের অসাধারণ এক ইনিংস। সেঞ্চুরি দিয়ে বছর শেষ করা বিরাট নতুন বছরও শুরু করেছেন সেঞ্চরি দিয়ে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দুইটিতেই তুলে নিয়েছেন শতক। শ্রীলঙ্কার সাথে প্রথম শতকে ঘরের মাঠে ২০ সেঞ্চুরি করা আরেক ভারতীয় কিংবদন্তি শচীনের রেকর্ডের সাথে ভাগ বসান বিরাট। তবে শেষ ম্যাচে ১৬৬ রানের মহাকাব্যিক ইনিংসটি নিয়ে গেছে বিরাটকে অনন্য উচ্চতায়। ভারতীয়দের মধ্যে এখন ঘরের মাঠে ২১ শতক করা একমাত্র ব্যাটসমান ডানহাতি ব্যাটার।

ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের করা ৪৯টি ওয়ানডে শতকের রেকর্ড ভাঙ্গতে বিরাটের প্রয়োজন আর সেঞ্চুরির। যেভাবে ছুটছেন, তাতে পূর্বসূরিকে ছাড়িয়ে যেতে খুব বেশি সময় লাগার কথা নয়। শচীন টেন্ডুলকারকে ৪৯ টি ওয়ানডে শতক করতে খেলতে হয়েছিলো ৪৬৩ টি ম্যাচ। যেখানে ৪৬টি ওয়ানডে সেঞ্চুরি করতে বিরাট খেলেছেন ২৬৮ টি ম্যাচ। বিরাটের এখন বয়স ৩৫ বছর। খেলা চালিয়ে গেলে শচীনের রেকর্ড নিজের করে নিবেন এটা অনুমেয়।

গতকাল তিরুবনন্তপুরামে কাল শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৬ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন কোহলি। সর্বশেষ ম্যাচে এটি কোহলির তৃতীয় শতক। তাঁর ৪৬তম ওয়ানডে শতকের দিনে ভারতও গড়েছে বিশ্ব রেকর্ড। লঙ্কানদের তাঁরা হারিয়েছে ৩১৭ রানে, যা এই সংস্করণে রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে জয়। জয়ে তিন ম্যাচের সিরিজে লঙ্কানদের ধবলধোলাই করেছে রোহিত শর্মার দল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭