ইনসাইড গ্রাউন্ড

শ্রীলঙ্কাকে হারিয়ে নকআউটে এক পা বাংলাদেশের


প্রকাশ: 16/01/2023


Thumbnail

মেয়েদের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম ম্যাচে টুর্নামেন্টের ফেভারিট অস্ট্রেলিয়া হারিয়ে দিয়ে চমক দেখিয়েছিলো বাংলাদেশ। সে ধারা ধরে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমবারের মতো আয়োজিত এই বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এশিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে ১০ রানে হারিয়ে বিশ্বকাপের নক আউট পর্বে এক পা দিয়ে রাখলো দিশা-মারুফারা।

প্রথম ম্যাচে অজিদের বিপক্ষে জয়ের পর ধারাভাষ্যকার "আপসেট" শব্দটি ব্যবহার করলেও দক্ষিণ আফ্রিকার বেনোনির উইলমোর পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সে কথাকে ভুল প্রমাণ করেছে প্রত্যাশা-স্বর্ণাদের পারফরম্যান্স। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়ে তুলে নিয়েছে জয়। এতে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপে সবার ওপরে টাইগ্রিসরা। শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

টস হেরে আগে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন আফিয়া প্রত্যাশা। তার মারমুখি ব্যাটিংয়ে সুবিধা করে উঠতে পারছিলো লঙ্কান নারী ক্রিকেটাররা। একদিকে ঝড় তুলে তুলে নেন বিশ্বকাপে নিজের প্রথম অর্ধশতক। উদ্বোধনী জুটিতে ৭৫ রান যোগ করেন প্রত্যাশা ও মিষ্টি সাহা। নেত্রাঞ্জলির বলে আউট হওয়ার আগে পাঁচ চার ও তিন ছয়ে ৪৩ বলে ৫৩ রানের ইনিংস খেলেন প্রত্যাশা। চার রান যোগ করতে রান আউট হন মিষ্টিও।

তবে তৃতীয় উইকেটে দিলারা ও স্বর্ণার অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটিতে বড় সংগ্রহ পায় বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী দল। নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৫ রান তোলে। অর্ধশতক তুলে নেন স্বর্ণা আক্তারও। ২৮ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন তিনি। আর ৩৬ রানে অপরাজিত ছিলেনন দিলারা।

বাংলাদেশের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় শ্রীলঙ্কা। ২৪ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় দলটি। তবে অদিনায়ক ভিশমি গুনারত্নে ও ডিউমি ভিহাঙ্গার হাফসেঞ্চুরিতে ম্যাচে টিকে ছিলো লঙ্কানরা নারীরা।  মারুফা আক্তারের বলে ডিউমি ভিহাঙ্গা আউট হলে থামে তাদের প্রতিরোধ। শেষ পর্যন্ত ৪ উইকেট ১৫৫ রানে থামে শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ নারী দলের ইনিংস। তাতে ১০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে দিশা বিশ্বাসের দল। দারুণ ব্যাটিংয়ের পুরষ্কার স্বরূপ সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন আফিয়া প্রত্যাশা। আগামী ১৮ জানুয়ারি একই ভেন্যুতে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭